আন্তর্জাতিক ডেস্ক : দুর্নীতির অভিযোগে আলবেনিয়ার সাবেক প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীকে সালি বেরিশাকে গৃহবন্দী করার নির্দেশ দিয়েছেন দেশটির একটি আদালত। তার বিরুদ্ধে অভিযোগ, ক্ষমতায় থাকাকালে ২০০৫ ও ২০০৯ সালে বেরিশা তার জামাতার নামে রাষ্ট্রীয় জমি লিখে দিয়েছিলেন।
বেরিশার আইনজীবী জানিয়েছেন, আদালত রাষ্ট্রপক্ষের আবেদন গ্রহণ করে বেরিশাকে গৃহবন্দী করার নির্দেশ দিয়েছেন। তিনি দেশ ছাড়তে পারবেন না। এ রায়ের বিরুদ্ধে আপিল করা হবে। আলবেনিয়ার প্রেসিডেন্ট হিসেবে বেরিশা ১৯৯২ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন এবং ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
প্রধানমন্ত্রী থাকাকালে ক্ষমতার অপব্যবহার করে আত্মীয়স্বজন ও রাজনৈতিক মিত্রদের সুবিধা দেওয়ার অভিযোগে ২০২১ সালে বেরিশা ও তার পরিবারের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র।
কিউএনবি/আয়শা/৩১ ডিসেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:২৮