আবু জাহের, শেরপুর (বগুড়া) প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র ৫ দিন বাকি। এ নির্বাচনে ভোটে নেই দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি। ফলে আগামী ৭ই জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপরীতমুখী অবস্থানে আওয়ামীলীগ-বিএনপি। বর্তমান সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি ২৬ আসনে আওয়ামী লীগের সঙ্গে আসন ভাগাভাগি করেছে। এ আসনগুলোয় নৌকার কোনো প্রার্থী নেই। ২৭টি দল নির্বাচনে অংশগ্রহন করলেও প্রতিক বরাদ্দের পর তারাও আওয়ামী লীগের প্রার্থীদের বিরুদ্ধে গড়ে তুলতে পারছেন না প্রতিদ্বন্দ্বিতা।প্রতীক বরাদ্দ দেওয়ার পর বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে আওয়ামী লীগের প্রার্থী মজিবর রহমান মজনু প্রচার প্রচারণায় নামলেও দেখা মিলছে না স্বতন্ত্র প্রার্থীদের, নেই কোন কার্যক্রম। বলা চলে ফাঁকা মাঠে গোল দেয়ার মত অবস্থা নৌকার। অন্যদিকে দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি নির্বাচনে অংশগ্রহন না করায় ভোটার উপস্থিতি নিয়ে দেখা দিয়েছে সংশয়। ভোটের দিন ভোটার উপস্থিতি কম হবে আশংঙ্খা করে নির্বাচনে ভোটার উপস্থিতি বাড়াতে ভোটারদের দাঁরে দাঁরে আওয়ামী লীগপ্রার্থী ও তার অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
সরকারের উন্নয়ন তুলে ধরে কর্মী সমর্থকদের নিয়ে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে করছে একের পর এক নির্বাচনী গণসংযোগ। ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিত নিশ্চিত করতে দেয়া হচ্ছে নানান প্রতিশ্রুতি। সেইসঙ্গে দেশে চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামীলীগকে ক্ষমতায় আনার জন্য দলীয় নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য নির্দেশনা দেন বগুড়া-৫ আসনে আওয়ামীলীগের দলীয় মনোনিত প্রার্থী ও বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ মজিবর রহমান মজনু।অন্যদিকে দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি ও সমমনা দলগুলো এক দফা দাবি আদায়ের লক্ষ্যে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলন করছে। আন্দোলন সফল করার আহ্বান জানিয়ে শেরপুরে লিফলেট বিতরণ কর্মসূচী পালন করা হয়। ২৯ ডিসেম্বর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবুলর নের্তৃত্বে নেতাকার্মীরা লিফলেট বিতরন করেন অপরদিকে ৩০ ডিসেম্বর পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু ও সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ জুয়েল এর নেতৃত্বে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন দলটির নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহ-সভাপতি আব্দুল করিম, এ্যাডঃ আমিনুল ইসলাম শাহিন, বিএনপি নেতা হাসানুল মারুফ শিমুল, যুবদল নেতা আ্ইয়ুব আলী মন্ডল, তরিকুল ইসলাম স¤্রাট, সোহানুর রহমান লাভলু, আবু সাঈদ, সাফিউল আলম সুবজ, অসোক মাহমুদ রোমান, আরমানসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। গনসংযোগকালে নের্তৃবৃন্দরা বলেন, বর্তমান অবৈধ আওয়ামী লীগ সরকার সম্পূর্ণ গায়ের জোরে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে একতরফা নির্বাচনের আয়োজন করেছে।তাই তামাশার নির্বাচন বর্জন করার জন্যই আমরা অসহযোগ আন্দোলন শুরু করেছি। আমাদের দাবি, এ সংসদ ভেঙে অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে হবে। গনসংযোগকালে বিএনপির নেতাকর্মীরা বলেন, বিএনপি এ দেশের মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা ও এক দফা দাবী আদায়ের লক্ষ্যে আন্দোলনে করে যাচ্ছে। তাই শেখ হাসিনার এ তামাশার নির্বাচনে জনগণ যেন অংশগ্রহণ না নেয় ও ভোট প্রদানে অংশগ্রহন না করে সে জন্য ভোটারদের মাঝে এ লিফলেট বিতরণ করা হচ্ছে।
লিফলেটে বিএনপি নেতারা ৭ জানুয়ারি ভোট বর্জন, ভোটগ্রহণে কর্মকর্তাদের দায়িত্ব পালনে বিরত থাকা, সরকারের সব প্রকার ট্যাক্স, খাজনা, ইউটিলিটি বিলসহ প্রদেয় স্থগিত রাখা, ব্যাংকে লেনদেন বর্জন, মিথ্যা ও রাজনৈতিক মামলার আসামিরা আদালতে হাজিরা দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ও বর্তমান সংসদ বাতিল এবং নির্দলীয় নিরপে সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে বিএনপিসহ সমমনা দলগুলো অসহযোগ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে। এ উপলক্ষে সারাদেশে অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে দফায় দফায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করে এবং ২৪ তারিখে সকাল সন্ধ্যা অবরোধের কর্মসূচি পালন করে। এবং ৩১ ডিসেম্বর ও ১লা জানুয়ারী লিফলেট বিতরণ করবে দলগুলো।বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে ৫ জন প্রার্থী প্রতীক বরাদ্দ পেয়েছেন তারা হলেন বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মজিবর রহমান মজনু (নৌকা), ইসলামী ঐক্যজোট প্রার্থী নজরুল ইসলাম (মিনার), জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ প্রার্থী রাসেল মাহমুদ (মশাল), বাংলাদেশ কংগ্রেস প্রার্থী মামুনার রশিদ (ডাব), বাংলাদেশ ন্যাশনালিষ্ট ফ্রন্ট বিএনএফ প্রার্থী আলী আসলাম হোসেন রাসেল (টেলিভিশন)।
কিউএনবি/অনিমা/৩১ ডিসেম্বর ২০২৩/দুপুর ২:২৫