স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়া সফরে টানা দুই টেস্টে ৩৬০ ও ৭৯ রানে হেরে সিরিজ হাতছাড়া করেছে পাকিস্তান। এমন বাজে পারফরম্যান্সের পরও কোচ কাম টিম ডিরেক্টর মোহাম্মদ হাফিজ দল নিয়ে গর্বিত। পার্থে সিরিজের প্রথম টেস্টে ৪৫০ রানের টার্গেট তাড়ায় ৮৯ রানে অললাউট হয়ে ৩৬০ রানের বিশাল ব্যবধানে হারে পাকিস্তান। মেলবোর্নে সিরিজের দ্বিতীয় টেস্টে ৩১৭ রানের টার্গেট তাড়ায় বাবর আজমরা হারে ৭৯ রানে।
অস্ট্রেলিয়া সফরে তিন ম্যাচের টেস্ট সিরিজে টানা দুই ম্যাচে হেরে হোয়াইটওয়াশের শঙ্কায় পাকিস্তান। দলের এমন কঠিন পরিস্থিতেও কোচ মোহাম্মদ হাফিজ দলের পক্ষেই সাফাই গাইছেন। পাকিস্তানের সাবেক এই অধিনায়ক আরও বলেন, ‘দল হিসেবে আমরা বেশি ভালো খেলেছি। যেভাবে দল সম্ভাব্য সেরা পথে আগ্রাসী ক্রিকেট খেলেছে, আমি তাতে গর্বিত। গোটা ম্যাচের সারমর্ম যদি বলতে হয়, অন্য দলটির চেয়ে ‘ইন জেনারেল’ আমরা ভালো খেলেছি। আমাদের ব্যাটিং ‘ইন্টেন্ট’ ছিল ভালো এবং বোলিংয়েও আমরা ভালো জায়গায় বল করেছি।’
সাবেক এই তারকা অলরাউন্ডার আরও বলেন, ‘কিছু ভুল আমরা করেছি বটে এবং সেসবের মূল্যই আমাদের দিতে হয়েছে ম্যাচ হেরে। তবে দল হিসেবে আমার বিশ্বাস, ইতিবাচক অনেক কিছু আমরা করেছি, জয়ের জন্য যা যথেষ্ট ছিল। কিন্তু শেষ পর্যন্ত দুর্ভাগ্যজনকভাবে আমরা জিততে পারিনি।’হাফিজ আরও বলেন, ‘সিরিজ জয়ের জন্য অস্ট্রেলিয়াকে অভিনন্দন জানাই, কারণ অবশ্যই তারা ভালো ক্রিকেট খেলেছে। তবে দল হিসেবে আমি সত্যিই গর্বিত যে পাকিস্তান দারুণ সাহস ও তাড়না দেখিয়েছে এবং ম্যাচ জয়ের প্রবল আকাঙ্ক্ষা নিয়ে খেলেছে। ওদরকে নিয়ে আমি সত্যিই গর্বিত।’
কিউএনবি/আয়শা/৩০ ডিসেম্বর ২০২৩,/রাত ৮:০৮