স্পোর্টস ডেস্ক : বিশ্ব ক্রিকেটে তিন মোড়লের ধারণা অনেক বছর ধরেই চলে আসছে। ক্রিকেটে ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার আধিপত্যে বাকি দলগুলো অনেকটা নতজানু অবস্থায়। সব ক্ষেত্রেই প্রাধান্য দেওয়া হয় তাদের চাওয়াকে। এতে বাকিদের বঞ্চিত হওয়ার অভিযোগ আগেও উঠেছে অনেকবার। নতুন করে এনিয়ে ক্ষোভ ঝাড়লেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার আলী বাখের।
সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন বাখের। তার ভাষায়, ‘যখন আইসিসির ডেভেলপমেন্ট কমিটির সভাপতি ছিলাম, আমার উদ্দেশ্য ছিল খেলাটি ছড়িয়ে দেওয়া। কিন্তু এখন তেমন দেখা যাচ্ছে না। ক্রিকেটে আধিপত্য দেখাচ্ছে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড। এতে করে দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ বঞ্চিত হচ্ছে। এটা ভালো বিষয় নয়।’
দক্ষিণ আফ্রিকার হয়ে ১২ টেস্ট খেলা বাখের আরো বলেন, ‘আপনাকে খেলাটির প্রসার ঘটাতে হবে। তবে সমস্যাটা হলো, বিশ্ব ক্রিকেটের অর্থে ভারতে আধিপত্য। বিশ্ব ক্রিকেটের ৭০ ভাগ অর্থ আসে ভারতের মাধ্যমে। তবে আমার গভীর আবেগ ছিল ছোট দলগুলোর উন্নয়ন দেখতে চাওয়ায়।’
কিউএনবি/আয়শা/২৮ ডিসেম্বর ২০২৩,/রাত ৮:২৮