মনিরুল ইসলাম মনি, শার্শা সংবাদদাতা : জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল বৈশাখী টেলিভিসনের ১৯ বছর পদার্পন উপলক্ষে যশোরের বেনাপোল এক বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০ টার সময় র্যালীটি বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন গলি থেকে বের হয়ে বিজিবি ক্যাম্প হয়ে শেষ হয়। র্যালীতে অংশ নেন বেনাপোল পৌর মেয়র আলহাজ¦ নাসির উদ্দিন, শার্শা উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংসী, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত, বেনাপোল প্রেস ক্লাবের সভাপতি আলহাজ¦ মহসিন মিলন, সাধারন সম্পাদক আলহাজ¦ বকুল মাহবুব, সিনিয়র সহসভাপতি আলহাজ¦ জামাল হোসেন, সহসভাপতি কাজী শাহাজান সবুজসহ বেনাপোল প্রেস ক্লাবের সকল সদস্য বৃন্দ। এর পর প্রেস ক্লাব বেনাপোলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংসী, বিশেষ অতিথি বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত,শার্শা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লাল্টু মিয়া, বেনাপোল প্রেস ক্লাবের সভাপতি আলহাজ¦ মহসিন মিলন, সাধারন সম্পাদক আলহাজ¦ বকুল মাহবুব, সহ সভাপতি কাজী শাহাজান সবুজসহ , সাবেক সাধারন সম্পাদক রাশেদুর রহমান রাশু, প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম মনি, যুগ্ম সাধারন সম্পাদক সাজেদুর রহমান, দপ্তর সম্পাদক মশিয়ার রহমান, প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক আহম্মদ আলী শাহিন, দেবুল কুমার দাস, ফারুক হোসেন, মিলন হোসেন , আব্দুর রহিম, নাসির উদ্দিন প্রমুখ। আলোচনা সভা শেষে কেক কেটে অনুষ্ঠান শেষ হয়।