ডেস্ক নিউজ : নড়াইল জেলায় প্রথম বারের মতো অনুষ্ঠিত হওয়া দিনব্যাপী চাকরি মেলায় পাঁচশতাধিক বেকার তরুণ-তরুণীর কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। দক্ষ বেকার তরুণ-তরুণীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নড়াইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) এ চাকরি মেলা হয়।
বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডাক্তার সাজেদা বেগম পলিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীল, জেলা ক্রীড়া কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান, জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মৌসুমি রানী মজুমদার, বিসিকের উপ-ব্যবস্থাপক প্রকৌশলী মো. সোলায়মান হোসেন, জেলা তথ্য কর্মকর্তা (রুটিন দায়িত্ব) মো. মনিরুল বাসার, বীর মুক্তিযোদ্ধা শরীফ হুমায়ুন কবীর, বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু।
নড়াইল টিটিসির ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল বাসার আল মামুন সিদ্দিকী বলেন, এ প্রশিক্ষণ কেন্দ্রে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ জনশক্তি সৃষ্টি করে বেকারত্ব ঘুচিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করাই আমাদের মূল লক্ষ্য।
কিউএনবি/আয়শা/২৬ ডিসেম্বর ২০২৩,/রাত ৯:০৪