ডেস্ক নিউজ : রৌমারীর চরেরগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছোড়া দুই দফা ককটেল বিস্ফোরণে বাংলাদেশি দুই চোরাকারবারি আহত হয়েছে। সাথীরা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য রংপুরে নিয়ে যায়। সোমবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার শৌলমারী ইউনিয়নের চরেরগ্রাম সীমান্তে এ ঘটনাটি ঘটে। আহতরা হলেন উপজেলার চরেরগ্রামের মজিবুর রহমানের ছেলে কফিল উদ্দিন এবং চর বোয়ালমারী গ্রামের বদর আলী। স্থানীয় ইউপি সদস্য সোনা মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) সহকারী পরিচালক (এডি) সামছুল হক জানান, সীমান্তে ককটেল বিস্ফোরণের বিষয়টি আমার জানা নেই। তারপরও আমি খোঁজখবর নিচ্ছি।
কিউএনবি/আয়শা/২৫ ডিসেম্বর ২০২৩,/রাত ১১:০০