শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : ১৩/১২/২০২৩ইং তারিখে বিভিন্ন সংবাদ মাধ্যমে নিয়োগ বিজ্ঞপ্তিতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে অফিস সহায়ক পদে ৩৪ (চৌত্রিশ) জন লোক নিয়োগ করা হবে বলে প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিতে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলার প্রার্থীণগণ ব্যতীত অন্যান্য জেলার বাংলাদেশের প্রকৃত স্থায়ী নাগরিকগণ আবেদন করতে পারবেন বলে উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে গত ১৯/১২/২০২৩ইং তারিখে সিলেটের স্থানীয় দৈনিক জালালবাদ পত্রিকায় ১ম পৃষ্ঠায় ৭-৮ কলামে ওসমানী মেডিকেল কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তোলপাড়! একটি সংবাদ প্রকাশিত হয়েছে। সংবাদে উক্ত কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ শিশির রঞ্জন চক্রবর্ত্তী জানিয়েছেন যে, বিষয়টি নিয়ে বিভ্রান্ত ছড়ানোর কোন সুযোগ নেই। এটা জেলা ভিত্তিক নয়, জাতীয় নিয়োগ। এ নিয়োগের ক্ষেত্রে জাতীয় নীতিমালা অনুসরণ করা হয়েছে।
এমএজি ওসমানী মেডিকেল কলেজের এই নিয়োগ বিজ্ঞপ্তি পর্যালোচনা করে সিলেটের ৮টি সংগঠনের নেতৃবৃন্দ তীব্র, নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকারি চাকুরীতে ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারী নিয়োগের ক্ষেত্রে স্থানীয় নাগরিকদের কথা জাতীয় নীতিমালা থাকলেও বিজ্ঞপ্তিতে স্থানীয়দের আবেদন করার সুযোগ পর্যন্ত বন্ধ করে দেয়া হয়েছে। এই ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি সিলেট বিদ্বেষী, বৈষম্যমূলক ও নিয়োগ বাণিজ্য করার উদ্দেশ্যেই দেয়া হয়েছে। মোটকথা এটি একটি ভয়াবহ দুর্নীতি।
নেতৃবৃন্দ অবিলম্বে জাতীয় নীতিমালা বহির্ভূত নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করার জোর আহ্বান জানিয়ে বলেন, অন্যথায় সিলেট ৮টি সংগঠন ও অপরাপর সিলেটপ্রেমি সংগঠন সমূহের সাথে সমন্বয় সাধন করে অধ্যক্ষ বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। পাশাপাশি সিলেট বিভাগের সকল সরকারি ও আধাসরকারি প্রতিষ্ঠানে ৩য় ও ৪র্থ শ্রেণি নিয়োগের ক্ষেত্রে ১০০% সিলেট নাগরিককে নিয়োগ দিতে হবে।
বিবৃতিদাতারা হলেন, সিলেট বিভাগ গণদাবী পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ শফিকুর রহমান, সিলেট বিভাগ গণদাবী ফোরামের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি চৌধুরী আতাউর রহমান আজাদ এডভোকেট, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মহি উদ্দিন আহমদ, বৃহত্তর সিলেট গণদাবী পরিষদ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ বদরুল ইসলাম জাহাঙ্গীর এডভোকেট, সিলেট বিভাগ উন্নয়ন সংগ্রাম পরিষদ সিলেট জেলা সভাপতি বদরুল আহমদ চৌধুরী এডভোকেট, জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের কেন্দ্রীয় সভাপতি আব্দুর রহমান চৌধুরী এডভোকেট, সিলেট কল্যাণ সংস্থা’র প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ এহছানুল হক তাহের, বঙ্গবীর এমএজি ওসমানী স্মৃতি পরিষদের সভাপতি সৈয়ীদ আহমদ বহলুল, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম এর কেন্দ্রীয় সভাপতি সিনিয়র আইনজীবী নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেন।
কিউএনবি/আয়শা/২৪ ডিসেম্বর ২০২৩,/রাত ৯:৫৮