স্পোর্টস ডেস্ক : আগামী ২৭ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। এর আগে ১৭ থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হয়।
প্রথম ওয়ানডেতে বৃষ্টি আইনে ৪৪ রানে হারে টাইগার বাহিনী। এরপরে দ্বিতীয় ওয়ানডেও হারে নাজমুল হোসেন শান্তর দল। সেই ম্যাচে বাংলাদেশ ৭ উইকেটে হেরে সিরিজ হাতছাড়া করে। তবে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ঘুরে দাঁড়ায় লাল-সবুজের দল। হোয়াইটওয়াশ এড়ানোর পাশাপাশি স্বাগতিকদের ৯ উইকেটে হারায় বাংলাদেশ।
| ম্যাচ | তারিখ ও বার | সময় | ভেন্যু |
| প্রথম টি-টোয়েন্টি | ২৭ ডিসেম্বর, বুধবার | বেলা ১২টা ১০ মিনিট | ম্যাকলিন পার্ক, নেপিয়ার |
| দ্বিতীয় টি-টোয়েন্টি | ২৯ ডিসেম্বর, শুক্রবার | বেলা ১২টা ১০ মিনিট | বে ওভাল, মাউন্ট মঙ্গানুই |
| তৃতীয় টি-টোয়েন্টি | ৩১ ডিসেম্বর, রোববার | ভোর ৬টা | বে ওভাল, মাউন্ট মঙ্গানুই |
কিউএনবি/আয়শা/২৪ ডিসেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:০২