বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : দুবাই সড়ক দুর্ঘটনায় নিহত ব্রাহ্মণবাড়িয়ায় রিয়াদ হোসেন আরমানের (২৬) দাফন সম্পন্ন হয়েছে। শনিবার বিকেলে শেরপুর জামে মসজিদের মাঠে নামাজের জানাযা শেষে রিয়াদের লাশ দাফন করা হয়। নিহত রিয়াদ ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার মধ্যপাড়া শান্তিবাগের মো. ইকবাল হোসেনের ছেলে।গত ১৯ ডিসেম্বর বাংলাদেশ সময় আনুমানিক রাত সাড়ে ১০টার দিকে দুবাইয়ের রাসুল কিমা নামক এলাকায় সড়ক দুর্ঘটনায় রিয়াদ মারা যায়।
শনিবার দুপুরে তার লাশ শান্তিবাগের বাড়িতে পৌঁছলে হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়।জীবিকার তাগিদে গত জুন মাসে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে পাড়ি দিয়েছিলেন রিয়াদ। দুবাই শহরের একটি চকলেট ফ্যাক্টরিতে কর্মরত ছিলেন তিন। ঘটনার দিন কাজ শেষে সাইকেল চালিয়ে রুমে ফেরার পথে পেছন দিক থেকে ছুটে আসা দ্রুতগামী একটি গাড়ি তাকে চাপা দেয়। গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যায় আরমান।
কিউএনবি/অনিমা/২৪ ডিসেম্বর ২০২৩,/দুপুর ১২:৪৯