বিনোদন ডেস্ক : ভারতের রিয়েলিটি শো বিগ বসে সম্প্রতি যে ঘটনা ঘটে গেল সেটা দেখে আকাশ থেকে পড়লেন সবাই। জাতীয় টিভিতে অন ক্যামেরার সামনেই স্ত্রীর গায়ে হাত তুলতে গেলেন ভিকি জৈন। এই ঘটনাতে অবাক হয়েছেন অঙ্কিতাও।
বিগ বসে অংশ নেয়া অভিষেক কুমারের সঙ্গে খাবার নিয়ে ঝামেলা করেন ভিকি। তাদের ঝগড়ার মধ্যে ভিকির স্ত্রী অঙ্কিতা কথা বলতে যান। ঝগড়ার মধ্যে স্ত্রীর ঢুকে পড়া মোটেই মানতে পারেননি ভিকি। এরপর স্ত্রীর গায়ে হাত তুলতে যান তিনি। সেই ভিডিও প্রকাশ্যে এলে এই কাণ্ড দেখে সবাই হতবাক। বেশ কয়েক বছর সুশান্তের সঙ্গে সম্পর্কে ছিলেন অঙ্কিতা। সেই সম্পর্ক ভেঙে যাওয়ার পর ভিকির সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। মুম্বাইয়ের গ্র্যান্ড হায়াত হোটেলে ২০২১ সালের ১৪ ডিসেম্বর বিয়ে করেন ভিকি-অঙ্কিতা।
কিউএনবি/আয়শা/২৩ ডিসেম্বর ২০২৩,/বিকাল ৫:২১