এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় এক কৃষকের হালেরগরুসহ ৫টি গরু চুরি করে নিয়ে গেছে চোরেরা। শুক্রবার (২২ ডিসেম্বর) ভোর রাতে উপজেলার ফুলসারা ইউনিয়নের সলুয়া গ্রামে এ চুরির ঘটনা ঘটে। চোরেরা গোয়াল ঘরের তালা ভেঙ্গে সলুয়া গ্রামে কৃষক আলতাফ হোসেন গোলদারের হালেরগরুসহ ৫টি গরু চুরি করে নিয়ে গেছে।ভূক্তোভোগী কৃষক আলতাফ হোসেন জানান, এদিন রাতে ঘুমাতে যাওয়ার সময় আমি নিজে গোয়াল ঘরের দরজায় দুটি তালা লাগায়। রাত একটার দিকে আমার ছেলে গোয়ালে গিয়ে গরুর খাবার দেয়। সে সময় গরুগুলো সব ছিলো। পরে ভোরে আমি গরুর খাবার দিতে গিয়ে দেখি গোয়াল ঘরে একটিও গরু নেই। চোরেরা আমার ২টি হালের গরু, ১টি গাভী ও তার বাছুর ও ১টি এড়ে গরু মোট ৫টি গরু চুরি করে নিয়ে গেছে। যার বর্তমান বাজার মূল্য প্রায় ৫ লাখ টাকা।
তিনি বলেন, আমার সব শেষ হয়ে গেছে। আমার আর বেঁচে থেকে লাভ কি। হাল গরুদিয়ে অন্যের জমিতে চাষ করে কোন রকম সংসার চলতো আমার। আমি এখন কি করে সংসার চালাবো।ফুলসারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী মাছুদ চৌধুরী বলেন, আলতাফ হোসেন গোলদার অত্যান্ত গরীব মানুষ তিনি পেশায় কৃষি কাজ করেন। তার ২টি হালের গরু, ১টি গাই বাছুর ও ১টি এড়ে গরু মোট ৫টি গরু নিয়ে গেছে চোরেরা। যার বর্তমান বাজার মূল্য প্রায় ৫ লাখেও বেশী। আমি থানা পুলিশ প্রশাসন ও পাশের ইউনিয়নের চেয়ারম্যানকে বলেছি সবাই মিলে এ চোর ধরতে হবে এবং এ কৃষকের গরু উদ্ধার করতে হবে।এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী ।
কিউএনবি/অনিমা/২২ ডিসেম্বর ২০২৩,/রাত ৮:০৩