স্পোর্টস ডেস্ক : বেশ কিছু পরিবর্তন নিয়ে নতুন আঙ্গিকে সাজানো হয়েছে এবারের বিপিএল। নতুন আসরে দল কমেছে একটি। ৫টি ভেন্যুতে অংশ নেবে ১০ দল। গত মৌসুমের মতো এবারও লিগের খেলা হবে সপ্তাহে দুদিন (শুক্র ও শনিবার)।
এবারের লিগে বরাবরের মতো ফেভারিট বসুন্ধরা। কদিন আগেই স্বাধীনতা কাপের শিরোপা জিতে বেশ আত্মবিশ্বাসী কিংস। আর টানা ৪ বার লিগ শিরোপা জিতে সেরাদের তমকাটাও নিজের করে নিয়েছেন তারা। এছাড়াও বাকি ট্রফিগুলোতেও মুন্সিয়ানা দেখিয়েছে অস্কার ব্রুজনের দল।
ঘরের মাঠে শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় শিরোপা ধরে রাখার মিশনে ব্রাদার্স ইউনিয়নকে আতিথ্য দেবে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা। রাকিব-ডরিয়েলটনের ওপর ভরসা করেই আক্রমণভাগ সাজাতে চাইবে স্বাগতিক দল। আরেক ম্যাচে গোপালগঞ্জে রহমতগঞ্জের বিপক্ষে মাঠে নামবে ঢাকা আবাহনী।
লিগে সবচেয়ে বেশি ৬টি শিরোপা রয়েছে তাদের ঝুলিতে। রবিউল ও ব্রাজিলিয়ান রিক্রুট ওয়াশিংটনদের নিয়ে একাদশ সাজাতে পারে আকাশি-নীলরা। জয় দিয়েই বিপিএলের যাত্রাটা শুরু করতে মুখিয়ে আছেন আন্দ্রেস ক্রুসিয়ানি। এদিকে রাজশাহীতে ফর্টিস ফুটবল ক্লাবের বিপক্ষে একই সময় লড়বে মোহামেডান।
স্বাধীনতা কাপের শিরোপাটা হাতছাড়া হয়েছে তাদের। তবে দলে দারুণ ফর্মে আছেন সুলাইমান দিয়াবাতে। স্বাধীনতা কাপে জয় এনে না দিতে পারলেও লিগের দিকেই নজর থাকবে। এছাড়া আগের ভুল থেকে শিক্ষা নিয়ে বিপিএলের যাত্রাটা সুখকর করতে চায় সাদা কালো শিবির। ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনীর প্রতিপক্ষ বাংলাদেশ পুলিশ।
কিউএনবি/আয়শা/২২ ডিসেম্বর ২০২৩,/বিকাল ৩:৫০