আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার ব্রেন্ট ক্রুডের দাম ২১ সেন্ট বা শূন্য দশমিক ২৭ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল উঠেছে ৭৮ দশমিক ১৬ ডলারে। যেখানে ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৩ সেন্ট বেড়ে ব্যারেলপ্রতি দাঁড়িয়েছে ৭২ দশমিক ৫০ ডলারে।
লোহিত সাগর থেকে দূরে অন্য রুট দিয়ে জাহাজগুলো চলাচল করানো হচ্ছে। এতে বাজারে সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ায় সোমবার (১৮ ডিসেম্বর) তেলের উত্তর মানদণ্ডের দাম ১ শতাংশেরও বেশি বেড়েছে বলে জানিয়েছে রয়টার্স।
এ বিষয়ে অকল্যান্ডের সিএমসি মার্কেট বিশ্লেষক টিনা টেং এক নোটে জানিয়েছেন, সরবরাহ ব্যাহত এবং মধ্যপ্রাচ্যের অস্থিরতার কারণে সম্ভাব্য ঝুঁকি তেলের বাজারে উল্লেখযোগ্য অস্থিরতা টেনে আনতে পারে।
এছাড়া ভূ-রাজনৈতিক উত্তেজনা বাড়লে তেলের বাজার আরও চাপের সম্মুখীন হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন টিনা টেং। এর আগে গত ১৫ ডিসেম্বর থেকে বিশ্বের পাঁচটি বড় কনটেইনারবাহী জাহাজের মধ্যে চারটিই লোহিত সাগরে চলাচল বন্ধ করে দিয়েছে। সুয়েজ খাল থেকে যে জাহাজগুলো আসে, সেগুলোকে এই পথেই চলতে হয়। ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে জাহাজে হামলা করায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
চলমান এ পরিস্থিতির জেরে ইসরাইল-হামাস যুদ্ধ নতুন মোড় নেয়ার পাশাপাশি বিশ্ব অর্থনীতিতেও প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ইকোনমিস্ট জানিয়েছে, হুতিরা আধুনিক সমরাস্ত্র নিয়ে হামলা চালাচ্ছে। এ হামলায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই বাণিজ্যপথ বন্ধ হয়ে যাওয়ায় যুক্তরাষ্ট্র ও তার সহযোগীরা মধ্যপ্রাচ্যে নৌ তৎপরতা বৃদ্ধি করছে। এমনকি বাণিজ্যপথ বিপদমুক্ত করতে তারা হুতি বিদ্রোহীদের ওপর হামলাও করতে পারে।
কিউএনবি/আয়শা/১৯ ডিসেম্বর ২০২৩,/রাত ৯:০৪