আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) একটি ভার্চুয়াল রাজনৈতিক সমাবেশে কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের একটি অডিও ক্লিপ ব্যবহার করা হয়েছে। অডিও ক্লিপটি কৃত্রিম বুদ্ধিমত্তার তৈরি, যেখানে সাবেক প্রধানমন্ত্রী তার পক্ষে জনগণকে ভোটের আহ্বান জানিয়েছেন। খবর রয়টার্সের
ইমরান খানের ছবির ওপর ব্যবহৃত অডিও ক্লিপটিতে ৪ ফেব্রুয়ারি সাধারণ নির্বাচনে বিপুল সংখ্যক সমর্থকদের অংশ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমাদের লোকদের অপহরণ করা হচ্ছে এবং তাদের পরিবারকেও হয়রানি করা হচ্ছে। তিনি বলেন, আমাদের দলকে জনসভা করার অনুমতি পর্যন্ত দেওয়া হচ্ছে না।
ইমরানের এ বক্তব্যটি কারাগারের অনুমতি নিয়ে একটি লিখিত বক্তব্য থেকে তৈরি করা হয়েছিল বলে জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, লাইভস্ট্রিমিংয়ে এ বাধা আসন্ন নির্বাচনের স্বচ্ছতার বিষয়ে উদ্বেগ বাড়িয়ে দিচ্ছে।
কিউএনবি/আয়শা/১৮ ডিসেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:৫৫