স্পোর্টস ডেস্ক : বড়দিনের পরের দিনকেই বলা হয় বক্সিং ডে। এদিন টেস্ট খেলাটা অজিদের ঐতিহ্য। এবারের বক্সিং ডেতেই মেলবোর্নে শুরু হবে অস্ট্রেলিয়া-পাকিস্তান দ্বিতীয় টেস্ট। সেই টেস্ট শুরুর এক সপ্তাহেরও বেশি বাকি থাকলেও স্কোয়াড ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। পার্থ টেস্টের স্কোয়াডের সঙ্গে অবশ্য খুব বেশি পার্থক্য এই টেস্টের স্কোয়াডে নেই। সেই সদস্যের স্কোয়াড থেকে শুধু তরুণ পেসার ল্যান্স মরিস বাদ পড়েছেন। ১৩ সদস্যের দলে জায়গা ধরে রেখেছেন লাল বলে বিদায়ী সিরিজ খেলতে নামা ডেভিড ওয়ার্নার।
বেনো-কাদির তিন টেস্টের সিরিজের শেষ টেস্টটি হবে সিডনিতে, যেটি ডেভিড ওয়ার্নারের ঘরের মাঠ। এই টেস্ট দিয়েই টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন অজিদের ইতিহাসের অন্যতম সেরা এই ওপেনার। সিডনিতে তাকে বিদায় দিতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে সিএ, যা ঠিক মেনে নিতে পারেননি ওয়ার্নারের এক সময়ের সতীর্থ মিচেল জনসন। সিরিজ শুরুর আগে থেকেই সিএ’র সমালোচনায় সরব সাবেক পেসার জনসন। তবে বোর্ড ও প্রধান নির্বাচক জর্জ বেইলি এই অভিজ্ঞ ওপেনারের পাশেই আছেন।