ডেস্ক নিউজ : সোমবার (১৮ ডিসেম্বর) রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের সরবরাহ স্বাভাবিক ও মূল্য স্থিতিশীল রাখার বিষয়ে সংশ্লিষ্ট খাতের ব্যবসায়ীদের সঙ্গে একটি মতবিনিময় সভায় এ কথা বলেন এফবিসিসিআই সভাপতি। তিনি বলেন, মুক্তবাজার অর্থনীতিতে সিন্ডিকেট বলে কিছু নেই। মুক্তবাজার অর্থনীতিতে পাল্লা দিতে গিয়ে অনেক সময় দাম বাড়াতে হয়। এটাকে কোনোভাবে সিন্ডিকেট বলা যায় না।
পেঁয়াজের দাম বৃদ্ধির জন্য কৃত্রিম সংকট দায়ী উল্লেখ করে মাহবুবুল আলম বলেন, এক রাতের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে ১০০ টাকা বেড়ে গেছে। এটা মেনে নেয়া যায় না। এর জন্য দায়ী কৃত্রিম সংকট। সরবরাহ চেইনে কৃত্রিম সংকটের জন্য বাজার অস্থির হচ্ছে।
তিনি আরও বলেন, দেশে অসাধু ব্যবসায়ীদের সংখ্যা ১ শতাংশের কম। যারা সংকট সৃষ্টি করছে এফবিসিসিআই তাদের সঙ্গে নেই। অনেকে মনে করে গোডাউনে পণ্য রাখা অপরাধ। ব্যবসায়ীরা গোডাউনে থেকেই বাজারে পণ্য সরবরাহ করে থাকে। গোডাউনে মাল রাখা কোনো অপরাধ নয়।
এ সময় ব্যবসায়ীদের উদ্দেশে এফবিসিসিআই সভাপতি বলেন, ব্যবসায়ীরা মুনাফা করবে। কিন্তু অসাধু উপায়ে মুনাফা করা যাবে না। সামনে ক্রিসমাসে পশ্চিমারা ওদের পণ্যে ছাড় দিচ্ছে। আর দেশে রোজা এলেই পণ্যের দাম বাড়িয়ে দেয়া হয়। এটি করা যাবে না।
তিনি বলেন, গত রোজায় দেখা গেছে একেক জায়গায় একেক দাম। বাজারে এক দোকানে বেগুন ৬০ টাকা, হয়তো পাশের দোকানে ৮০ টাকা। এ ব্যাপারে বাজার মালিক সমিতি এবং সংশ্লিষ্টদের নজরদারি বাড়াতে হবে। ব্যবসায়ীরা ঠিক থাকলে ও বেচাকেনা স্বচ্ছ থাকলে ভোক্তা অধিকার বিরক্ত করবে না।
পাইকারি বাজারের সঙ্গে খুচরা বাজারের পার্থক্য ৫ থেকে ১০ টাকা হতে পারে জানিয়ে এফবিসিসিআই সভাপতি বলেন, অনেক সময় এ পার্থক্য ২০ থেকে ৩০ টাকাও হয়। এটা কোনোভাবেই মেনে নেয়া যায় না। বাজার ঠিক রাখতে চাইলে একটা জিনিস মাথায় রাখতে হবে। কোনোভাবেই সরবরাহ চেইনে সমস্যা সৃষ্টি হয় এমন কিছু করা যাবে না।
ব্যবসায়ীদের উদ্দেশে মাহবুবুল আলম আরও বলেন, এমন কিছু করবেন না যাতে ব্যবসায়ীদের নামের সঙ্গে সিন্ডিকেট বা অসাধু শব্দটি জুড়ে যায়। বিব্রতকর অবস্থায় ফেলবেন না। কিছুদিন আগেই ডাব ও গরুর মাংস নিয়ে কারসাজি হলো। এটা বাড়াবাড়ি।
দেশের অর্থনীতিতে ব্যসায়ীদের গুরুত্ব অনেক জানিয়ে এফবিসিসিআই সভাপতি বলেন, ব্যবসায়ীদের উচিত নিজেদের শোধরানো। যারা বাজারে কারসাজি করে তাদের পক্ষে এফবিসিসিআই নাই–এটাই সংগঠনের মূল বার্তা।
কিউএনবি/আয়শা/১৮ ডিসেম্বর ২০২৩,/বিকাল ৩:১২