ডেস্ক নিউজ : নিপাহ ভাইরাস থেকে বাঁচতে খেজুরের কাঁচা রস বা বাদুড় খাওয়া আংশিক ফল খাওয়া থেকে বিরত থাকুন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
নিপাহ রোগ প্রতিরোধে করণীয়: খেজুরের কাঁচা রস পান করবেন না; কোনো ধরনের আংশিক খাওয়া ফল খাবেন না; ফলমূল পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে খাবেন; নিপাহ রোগের লক্ষণ দেখা দিলে যতদ্রুত সম্ভব নিকটস্থ সরকারি হাসপাতালে প্রেরণ করুন এবং আক্রান্ত রোগীর সংস্পর্শে আসার পর সাবান-পানি দিয়ে হাত ধুয়ে ফেলুন।
এদিকে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) বিশেষজ্ঞরা দেশের মানুষকে নিপাহ ভাইরাস সম্পর্কে সতর্ক করে দিয়ে বলেছেন, নিপাহ ভাইরাসে আক্রান্ত হলে মৃত্যুর সম্ভাবনা শতভাগ। তাই বিষয়টি খুবই উদ্বেগজনক। নিপাহ ভাইরাসে সংক্রমণ ছড়ায় নিপাহ ভাইরাসে আক্রান্ত বাদুরের লালা এবং মলের মাধ্যমে। এখন পর্যন্ত এ রোগের কোনো ওষুধ আবিস্কার হয়নি। তাই এ রোগ থেকে বাঁচতে কিছুতেই শীতকালে খেজুরর কাঁচা রস এবং গ্রীষ্মকালে কোনো ধরনের বাদুড়ে খাওয়া আংশিক ফল খাওয়া যাবে না। প্রয়োজনে রস গরম করে খেতে হবে।
আইইডিসিআরের তথ্য অনুযায়ী, ২০০১ সালে ফরিদপুর জেলায় প্রথম নিপা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০০৬ সাল থেকে দেশে নিপা ভাইরাসের তথ্য সংরক্ষণ এবং এ ভাইরাস নিয়ে গবেষণা করা হচ্ছে। ২০০১ সালের পর থেকে প্রতি বছরই বিচ্ছিনভাবে রোগী পাওয়া গেছে। এখন পর্যন্ত দেশের ৩২ জেলায় নিপাহ ভাইরাসের রোগী শনাক্ত হয়েছে।
কিউএনবি/আয়শা/১৭ ডিসেম্বর ২০২৩,/বিকাল ৫:৩৩