স্পোর্টস ডেস্ক : বোলারদের সম্মিলিত পারফরম্যান্সে প্রতিপক্ষকে তিনশর আগে গুঁড়িয়ে দিল অস্ট্রেলিয়া। তাদের সামনে সুযোগ ছিল পাকিস্তানকে ফলো-অন করিয়ে আবারও ব্যাটিংয়ে পাঠানোর। কিন্তু সেই পথে গেল না স্বাগতিকরা। নিজেরা ফের ব্যাটিংয়ে নেমে ৩০০ রানের লিড নিল প্যাট কামিন্সের দল। পার্থ টেস্টের তৃতীয় দিন পাকিস্তানকে ২৭১ রানে গুটিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করছে অস্ট্রেলিয়া। ২১৬ রানে এগিয়ে থাকা দলটি দিন শেষ করেছে ২ উইকেটে ৮৪ রান করে।
সৌদ শাকিল ও আঘা সালমান প্রতিরোধ গড়ার চেষ্টা করে সফল হননি। ২৮ রান করা শাকিলকে ফিরিয়ে দেন জশ হ্যাজেলউড। এরপর আর বেশিদূর এগোয়নি পাকিস্তানের ইনিংস। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন ও অভিজ্ঞ স্পিনার লায়ন। দুটি করে প্রাপ্তি স্টার্ক ও কামিন্সের।
পাকিস্তানকে অল্পতে থামিয়ে দেওয়ার স্বস্তিতে ব্যাটিংয়ে নেমে উবে যায় শুরুতে। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান ডেভিড ওয়ার্নারকে এবার রানের খাতাই খুলতে দেননি অভিষিক্ত পেসার খুররাম। শর্ট বলে মিডউইকেটে ধরা পড়েন বাঁহাতি ওপেনার।
কয়েক ওভার পর অস্ট্রেলিয়া শিবিরে ফের ছোবল দেন খুররাম। এবার তার বলে কট বিহাইন্ড মারনাস লাবুশেন (২)। ৫ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়া অস্ট্রেলিয়াকে টানছেন উসমান খাওয়াজা ও স্টিভেন স্মিথ। অবিচ্ছিন্ন ৭৯ রানের জুটিতে দিন শেষ করেছেন তারা। ৩৪ রানে খেলছেন ওপেনার খাওয়াজা। ফিফটি দুয়ারে থাকা স্মিথের রান ১ ছক্কা ও ৩ চারে ৪৩।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৪৮৭
পাকিস্তান ১ম ইনিংস: ১০১.৫ ওভারে ২৭১ (ইমাম ৬২, শফিক ৪২, মাসুদ ৩০; লায়ন ২৪-৩-৬৬-৩, স্টার্ক ২৫-৫-৬৮-২, কামিন্স ২০-৭-৩৫-২)
অস্ট্রেলিয়া ২য় ইনিংস: ৩৩ ওভারে ৮৪/২ (খাওয়াজা ৩৪*, ওয়ার্নার ০, লাবুশেন ২, স্মিথ ৪৩; শাহজাদ ৯-২-১৯-২)
কিউএনবি/আয়শা/১৭ ডিসেম্বর ২০২৩,/বিকাল ৩:২৮