স্পোর্টস ডেস্ক : ডানেডিনে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে আগে ব্যাটিং করতে নেমে ৩০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৩৯ রান করেছে নিউজিল্যান্ড। ডাকওয়ার্থ লুইস মেথডে বাংলাদেশ ২৪৫ রানের টার্গেট পেয়েছে। ৩০ ওভারে এ রান করতে হবে বাংলাদেশকে। তবে শুরুটা মোটেও ভালো হয়নি টাইগারদের।
স্লিপে টম লাথামকে ‘ক্যাচ প্র্যাকটিস’ করিয়ে নিজের উইকেট উপহার দিয়েছেন সৌম্য সরকার। জাতীয় দলে তাকে ফেরানোর প্রক্রিয়া নিয়ে প্রবল সমালোচনার পরও তাকে সুযোগ দিয়ে যাচ্ছিল টিম ম্যানেজমেন্ট। কিন্তু সৌম্য আরেকবার ব্যর্থ হয়ে সকল সমালোচনা বাড়িয়ে দিলেন।
২৪৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ প্রথম ওভারেই হারায় উইকেট। অ্যাডাম মিলনের বলে খোঁচা দিয়ে দ্বিতীয় স্লিপে লাথামের হাতে ক্যাচ দেন শূন্য করা সৌম্য। বোলিংটাও ভালো হয়নি তার। ৬ ওভারে দিয়েছেন ৬৩ রান।
কিউএনবি/অনিমা/১৭ ডিসেম্বর ২০২৩,/সকাল ১১:০৭