জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসের ৫২ বছর পূর্তি উদযাপন উপলক্ষে খাগড়াছড়িতে জেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করেছেন জেলা প্রশাসন।
শনিবার(১৬ ডিসেম্বর) দুপুরের দিকে খাগড়াছড়ি অফিসার্স ক্লাব অডিটোরিয়ামে আয়োজিত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত থেকে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো.সহিদুজ্জামান।
অনুষ্ঠানের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা ও মহান মুক্তিযুদ্ধের শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এসময় খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্স এর মূখ্য নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র চাকমা, খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শানে আলম, সাবেক খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. রইস উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মো.কাবিল উদ্দিন,প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধে লাখ লাখ মা-বোনের ইজ্জত জাতির শ্রেষ্ট সন্তানদের রক্তের বিনিময়ে অর্জিত এ স্বাধীনতা।১৬ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে লাল-সবুজের দেশ, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ পেয়েছি।স্বাধীন হয়েছে বাংলাদেশ ।স্বাধীন দেশে বঙ্গবন্ধু চেয়েছিল সোনার বাংলা গড়তে। বঙ্গবন্ধু সেটা করে যেতে পারেনি। কিন্তু তারই কন্যা জননেত্রী শেখ হাসিনা সেটা করেছেন। বর্তমানে তিনি স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছেন।
তারই অংশ হিসেবে মুক্তিযোদ্ধাদের জন্যও অনেক কিছু করেছেন বীর নিবাস, মুক্তিযোদ্ধা আবাসন প্রকল্প, প্রতিমাসে সম্মানী ভাতা সহ রাষ্ট্রের বিভিন্ন সুযোগ সুবিধার ব্যবস্থা করে দিয়েছেন সরকার। খাগড়াছড়ি জেলা প্রশাসনের পক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের হাতে ফুল ও শুভেচ্ছা উপহার তুলে দেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো.সহিদুজ্জামান।
কিউএনবি/আয়শা/১৬ ডিসেম্বর ২০২৩,/বিকাল ৪:৪৮