আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের বিভিন্ন দেশের গণতান্ত্রিক ব্যবস্থা নিয়ে তৎপর যুক্তরাষ্ট্র। ক্ষমতায় আসার পর থেকেই গণতন্ত্র সম্মেলন নামে একটি অনুষ্ঠান আয়োজন করে আসছেন প্রেসিডেন্ট জো বাইডেন। বিশ্বের বিভিন্ন দেশে গণতন্ত্র যেসব চ্যালেঞ্জের সম্মুখীন হয়, তা মোকাবিলায় কী কী পদক্ষেপ নেয়া প্রয়োজন তা নির্ধারণ করাই এই সম্মেলনের মূল উদ্দেশ্য।
অপরদিকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অনেক দেশের অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপের অভিযোগ রয়েছে। কিন্তু যে যুক্তরাষ্ট্র অন্য দেশের গণতন্ত্র নিয়ে তৎপর, সেই মার্কিন গণতন্ত্রের জন্য হুমকি খোদ প্রসিডেন্ট জো বাইডেন। নিউইয়র্কে ইয়াং রিপাবলিকান ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে এমন মন্তব্য করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর ফক্স নিউজের।
কিউএনবি/আয়শা/১২ ডিসেম্বর ২০২৩,/রাত ১০:৩৩