মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০১:০০ অপরাহ্ন

নির্বাচন সংক্রান্ত মামলা শুনতে হাইকোর্টে দুই বেঞ্চ গঠন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ৯১ Time View

ডেস্ক নিউজ : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মামলা শুনানি করতে সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগে পৃথক দুটি বেঞ্চ গঠন করা হয়েছে। প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বেঞ্চ দুটি গঠন করে দিয়েছেন।মঙ্গলবার সুপ্রিমকোর্ট সূত্র এ তথ্য জানিয়েছে।

এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা বাতিল করে ইসির দেওয়া সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেছেন ২৫ প্রার্থী। গত রোববার ও সোমবার দুই দিনে মোট ২৫ জন প্রার্থিতা ফিরে পেতে তাদের আইনজীবীর মাধ্যমে এসব আবেদন করেন।

ইসির ঘোষিত তফশিল অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল ৩০ নভেম্বর। ১ ডিসেম্বর থেকে বাছাই শুরু হয়, শেষ হয় ৪ ডিসেম্বর সন্ধ্যায়। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ও শুনানি ১৫ ডিসেম্বর পর্যন্ত এবং ১৭ ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৮ ডিসেম্বর।

 

 

কিউএনবি/আয়শা/১২ ডিসেম্বর ২০২৩,/বিকাল ৫:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit