জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : পার্বত্য খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১২ডিসেম্বর) সকালে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থায়ী টিকাদান কেন্দ্রে এর উদ্বোধন করা হয়।প্রধান অতিথি হিসাবে শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাইয়ে এ ক্যাম্পেইনের উদ্ধোধন করেন মাটিরাঙ্গা উপজেলা নিবার্হী অফিসার ডেজী চত্রুবর্তী।এসময় মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ আবুল হাসনাত, মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল অফিসার ডাঃ রুপন চত্রুবর্তী, মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল অফিসার ডা.ফারিহা আহম্মেদ উপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ডাঃ শেখ আবুল হাসনাত জানান, উপজেলার ১৯২টি অস্থায়ী ও স্থায়ী ১টি সহ মোট ১৯৩টি কেন্দ্রে ২৪হাজার ৮শ’৯০ ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৩ হাজার ৩শ’ ১০জন শিশুকে নীল রংয়ের ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ২১হাজার ৫শ’৮০ জন শিশুকে লাল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।প্রধান অতিথি,র বক্তব্যে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী বলেন, উপজেলার ১৯৩টি কেন্দ্রে ২৪হাজার ৮শ’৯০ ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। ভিটামিন ‘এ’ দেহের স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শিশুমৃত্যুর ঝুঁকি কমায়। তাই সকলকে এই কার্যক্রমকে বেগবান করার জন্য সকলকে আহবান জানান মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী।
কিউএনবি/অনিমা/১২ ডিসেম্বর ২০২৩,/দুপুর ১:১৬