ডেস্ক নিউজ : দেশীয় ও বৈশ্বিক অর্থনৈতিক মন্দার মধ্যেও ব্যাংকে কোটিপতি আমানতকারী হিসাবধারীর সংখ্যা বেড়ে যাচ্ছে। গত নয় মাসে কোটিপতি হিসাবধারীর সংখ্যা বেড়েছে তিন হাজার ৬৪০টি। এর মধ্যে ব্যক্তির পাশাপাশি কিছু প্রতিষ্ঠানও রয়েছে। বিশেষ করে প্রভিডেন্ট ফান্ডসহ বিভিন্ন তহবিলের অর্থ রয়েছে প্রতিষ্ঠানের আমানত হিসাবে এবং ব্যক্তি আমানতকারীদের হিসাবে রয়েছে ব্যক্তিগত সঞ্চয়। এসব হিসাবে সুদসহ মুনাফা যোগ হওয়ায় কোটিপতির সংখ্যা বেড়ে যাচ্ছে। সোমবার প্রকাশিত কেন্দ্রীয় ব্যাংকের এক প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে।
৫০ কোটি টাকার বেশি জমা আছে এমন আমানতের হিসাব গত বছরের ডিসেম্বরে ছিল এক হাজার ৭৬২টি, গত সেপ্টেম্বরে তা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৭৭৮টি। ৪০ কোটি টাকার বেশি থেকে ৫০ কোটি টাকার কম এমন আমানতকারীর হিসাব গত বছরের ডিসেম্বরে ছিল ৫৭৭টি। গত সেপ্টেম্বরে তা বেড়ে দাঁড়িয়েছে ৭৪৭টি। ৪০ কোটি টাকার কম থেকে ৩৫ কোটি টাকার বেশি এমন আমানতকারীর হিসাব গত বছরের ডিসেম্বরে ছিল ৩১৫টি। গত সেপ্টেম্বরে তা বেড়ে দাঁড়িয়েছে ৩৪৩টিতে। ৩০ কোটি টাকার বেশি থেকে ৩৫ কোটি টাকার কম এমন আমানতের হিসাব গত বছরের ডিসেম্বরে ছিল ৪৭২টি। গত সেপ্টেম্বরে তা বেড়ে দাঁড়িয়েছে ৫১২টি। ৩০ কোটি টাকার বেশি থেকে ২৫ কোটি টাকার কম এমন আমানতকারীর হিসাব গত বছরের ডিসেম্বরে ছিল ৮৮৭টি। গত সেপ্টেম্বরে তা বেড়ে দাঁড়িয়েছে ৯১৯টি।
একই সময়ের ব্যবধানে ২৫ কোটি টাকার বেশি থেকে ২০ কোটি টাকার কম এমন আমানতাকারীর হিসাব এক হাজার ১৪৩টি থেকে বেড়ে হয়েছে এক হাজার ২৭৪টি। ২০ কোটি টাকার কম থেকে ১৫ কোটি টাকার বেশি আমানতকারীর হিসাব এক হাজার ৮৪৫টি থেকে কমে এক হাজার ৯৬৮টি হয়েছে। ১৫ কোটি টাকার কম থেকে ১০ কোটি টাকার বেশি এমন আমানতকারীর হিসাব তিন হাজার ৮৪৫টি থেকে বেড়ে চার হাজার ৭৪টি হয়েছে। ১০ কোটি টাকার কম থেকে পাঁচ কোটি টাকার বেশি এমন আমানতকারীর হিসাব ১১ হাজার ৯৪৫টি থেকে বেড়ে ১২ হাজার ২১১টি হয়েছে। এক কোটি টাকার বেশি আমানত রয়েছে এমন হিসাবধারীর সংখ্যা একই সময়ে ৮৭ হাজার ১৬৭টি থেকে বেড়ে ৮৯ হাজার ৭৬০টি হয়েছে।
কিউএনবি/আয়শা/১১ ডিসেম্বর ২০২৩,/রাত ১০:৫০