স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সফল টেস্ট সিরিজের পর এবার ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে তাদের দেশে যাচ্ছে বাংলাদেশ দল। কিউইদের মাটিতে তাদের বিপক্ষে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলবে টাইগাররা। ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হবে সিরিজ।
এক নজরে সিরিজের সূচি:
ওয়ানডে সিরিজ
১৭ ডিসেম্বর – প্রথম ওয়ানডে, ডুনেডিন (বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু)
২০ ডিসেম্বর – দ্বিতীয় ওয়ানডে, নেলসন (বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু)
২৩ ডিসেম্বর – তৃতীয় ওয়ানডে, নেপিয়ার (বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু)
টি–টোয়েন্টি সিরিজ
২৭ ডিসেম্বর – প্রথম টি-টোয়েন্টি, নেপিয়ার (বাংলাদেশ সময় দুপুর ১২টা ১০ মিনিট)
২৯ ডিসেম্বর- দ্বিতীয় টি-টোয়েন্টি, বে ওভাল, মাউন্ট মঙ্গানুই (বাংলাদেশ সময় দুপুর ১২টা ১০ মিনিট)
৩১ ডিসেম্বর- তৃতীয় টি-টোয়েন্টি, বে ওভাল, মাউন্ট মঙ্গানুই (বাংলাদেশ সময় সকাল ৬টায়)
ওয়ানডে স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, এনামুল হক বিজয়, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, রিশাদ হোসাইন, রাকিবুল হাসান।
টি-টোয়েন্টি স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, রনি তালুকদার, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, মেহেদি হাসান মিরাজ (সহ-অধিনায়ক), শেখ মেহেদি হাসান, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, রিশাদ হোসাইন, তানভীর ইসলাম, তানজিম হাসান সাকিব।
কিউএনবি/আয়শা/১০ ডিসেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:৪৫