স্পোর্টস ডেস্ক : রোববার (১০ ডিসেম্বর) জিলংয়ের সাইমন্ডস স্টেডিয়ামে বিগব্যাশের ম্যাচে মুখোমুখি হয় পার্থ স্কর্চার্স এবং মেলবোর্ন রেনেগেডস। ম্যাচটিতে পিচের অবস্থা অনিরাপদ থাকায় পরিত্যক্ত ঘোষণা করা হয়। জানা গেছে, ম্যাচটির আগে অতিবৃষ্টির কারণে দীর্ঘসময় ধরে পিচ কাভারে ঢেকে রাখা হয়েছিল।
এরপরে উইকেট খেলার মতো উপযোগী না হলেও খেলা শুরু করা হয়। তাতেই ঘটে বিপত্তি। বল স্বাভাবিকের থেকে বেশি বাউন্স হয়ে ধেঁয়ে আসছিল। অবস্থা বেগতিক দেখে ৬.৫ ওভারের সময়ে জশ ইংলিশ আপত্তি জানান। এরপরে দুই দলের অধিনায়ক, আম্পায়ার এবং ম্যাচ রেফারির সঙ্গে আলোচনা করে পরিত্যক্তের সিদ্ধান্ত নেওয়া হয়।
কিউএনবি/আয়শা/১০ ডিসেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:১২