স্পোর্টস ডেস্ক : শনিবার (৯ ডিসেম্বর) দুবায়ের অ্যাকাডেমি ওভালে শুরুতে ব্যাট করে সব কটি উইকেট হারিয়ে ২২৮ রান করে বাংলাদেশ। জবাবে ১৬৭ রানে শেষ হয় স্বাগতিকদের ইনিংস। উদ্বোধনী জুটিতেই ৭৪ রান তুলে বাংলাদেশ। ওপেনার জিশান আলম আউট হন ৪২ রানে। কিন্তু অন্যপ্রান্ত আগলে রেখেছিলেন আরেক ওপেনার আশিকুর রহমান শিবলি। মো. রিজওয়ান ১২ ও আরিফুল ২২ রান করে আউট হলেও হাল ধরে রেখেছিলেন তিনি। আহরার আমিন করেন ৬ রান। শিবলির ব্যাট থেকে আসে ৭১ রান। ১০২ বলের ইনিংসে ৩টি চার ও একটি ছয় হাঁকান তিনি।
কিউএনবি/আয়শা/১০ ডিসেম্বর ২০২৩,/বিকাল ৪:০৫