ডেস্কনিউজঃ বিএনপি স্থায়ী কমিটি সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনকে আইসিইউতে ভর্তি করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
তিনি জানান, গত ৫ ডিসেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে বিএনপির এই বর্ষীয়ান নেতাকে। স্বাস্থ্যের অবনতি হলে গতকাল রাতে কেবিন থেকে আইসিইউতে স্থানান্তর করা হয়।
খন্দকার মোশাররফের পরিবার ও দলের পক্ষ থেকে মহান আল্লাহর দরবারে দেশবাসীর মাধ্যমে দোয়া চেয়েছেন। বিএনপি ভাইস-চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন সার্বিক খোঁজখবর রাখছেন বলে জানান তিনি।
কিউএনবি/বিপু/০৯.১২.২০২৩/রাত ১০.৪৫