এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। শনিবার (৯ ডিসেম্বর) উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ প্রতিপাদ্যকে সামনে রেখে এ দিবসটি পালিত হয়। এ উপলক্ষে উপজেলা মিলনায়তনে জাতীয় ও দুদকের পতাকা উত্তোলন, মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক কামরুজ্জামান। প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা। পতাকা উত্তলন ও মানব বন্ধন শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় সরকারি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক মনিরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন চৌগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস,পল্লী বিদ্যুতের ডিজি বালী আবুল কালাম, চৌগাছা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. আব্দুল লতিফ, চৌগাছা থানার ওসি (তদন্ত) জেল্লাল হোসেন।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ স¤পাদক তমিজুল ইসলাম, সদস্য ড. আব্দুস শুকুর, গোলাম মোস্তফা, আশরাফ হোসেন, চৌগাছা উপজেলা সরকারি প্রাথমিকবিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ স¤পাদক এবি সিদ্দিক। উপস্থিত ছিলেন চৌগাছা সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, স্কুল কলেজের শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী, এনজিও প্রতিনিধিসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।
বক্তারা দুর্নীতিকে সামাজিক ব্যাধি ক্যানসারের চেয়ে ভয়াবহ উল্লেখ করে বলেন, একে রোধ করতে হবে। শুধু আইন কিংবা দুর্নীতিবাজ ধরে শাস্তির আওতায় আনলে হবে না। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং পরিবার থেকে শুরু করে সম্মিলিত ভাবে সোচ্চার হতে হবে। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “আমি ও আমার অফিস দুর্নীতি মুক্ত। তিনি বলেন আমি দুই বছর এই উপজেলায় নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করছি। এই সময়ের মধ্যে কারো কাছ থেকে অবৈধভাবে একটি টাকও গ্রহণ করেনি বলে চ্যালেঞ্জ ঘোষণা করেন”।
তিনি আরো বলেন দুর্নীতির বিরুদ্ধে সবাইকে সাহসি হতে হবে। দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান জিরো টলারেন্স। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তথ্য অধিকার আইন করেছে সেটি প্রয়োগ করা হচ্ছে। দুর্নীতির বিরুদ্ধে এখনই সময় কথা বলার। এ জন্য সরকারি বেসরকারি সব পর্যায় থেকে কাজ করতে হবে। যাতে জনগণ হয়রানি, দুর্ভোগ ও দুর্নীতির শিকার না হন। সাধারণ মানুষ দুর্নীতির বিরুদ্ধে স্বেচ্ছার হলে কেউ দুর্নীতি করার সাহস পাবে না।
কিউএনবি/আয়শা/০৯ ডিসেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:৪০