এম এ রহিম চৌগাছা (যশোর) : বেগম রোকেয়া দিবস উপলক্ষে যশোরের চৌগাছা উপজেলার পাঁচ জন জয়িতাকে সম্মাননা দেয়া হয়েছে। (৯ ডিসেম্বর) শনিবার দুপরে উপজেলা মিলনায়তনে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ এই জয়িতাদের সম্মাননা দেয়া হয়।
সম্মাননা প্রাপ্ত জয়িতারা হলেন-অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী পৌরসভার পাঁচনামনা গ্রামের ফাতেমা খাতুন, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী পৌরসভার পাঁচনামনা এলাকার সুমি খাতুন, সফল জননী উপজেলার কুটালীপুর গ্রামের মনোয়ারা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করা নারী আফরা গ্রামের আকলিমা খাতুন এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখার জন্য পৌরসভার মডেল স্কুল পাড়ার রাফেজা খানম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জয়িতাদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা। এর আগে আলোচনা সভায় বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা, সহকারি কমিশনার (ভূমি) গুনজন বিশ্বাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আঞ্জমনোয়ারা, সফল জননী মনোয়ারা বেগমের পক্ষে ছেলে সুপ্রিম কোর্টের আইনজিবী ব্যারিস্টার উজ্জল হোসেন, জয়িতা সুমি খাতুন প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হুসাইন, চৌগাছা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. আব্দুল লতিফ, চৌগাছা থানার ওসি (তদন্ত) জেল্লাল হোসেন, অধ্যাপক কামরুজ্জামান, প্রভাষক ড. আব্দুস শুকুরসহ সাংবাদিক, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা।
রহিম
কিউএনবি/আয়শা/০৯ ডিসেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:১৪