মোঃ সালাহউদ্দিন আহমেদ : নরসিংদীর মাধবদীতে অবস্থিত মাধবদী সোনার বাংলা সমবায় কটন মিলস লিমিটেডের ৪০ তম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন মাধবদী সোনার বাংলা সমবায় কটন মিলস লিমিটেডের সভাপতি ও মাধবদী শহর আওয়ামিলীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মোশাররফ হোসেন প্রধান মানিক। শনিবার সকাল ১০ টায় মাধবদীতে অবস্থিত সোনার বাংলা সমবায় কটন মিলস লিমিটেডের এর সাধারন সদস্যদের নিয়ে সভাটি অনুষ্ঠত হয় ।
সভায় সদস্যদের সামনে বছরের আয় ও ব্যয়ের হিসাব , বার্ষিক অডিট প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোধন , ২০২৩-২৪ ইং সনের বাজেট উপস্থাপন ও অনুমোদন , মার্কেট নির্মানসহ বিভিন্ন বিষয়ে উপস্থাপন ও সিদ্ধান্ত গ্রহণ করা হয় । পরে সভায় সমিতির সদস্য ও পরিচালকগণ বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন । সভায় সভাপতিত্ব করেন সোনার বাংলা সমবায় কটন মিলস লিঃ এর সভাপতি , মাধবদী পৌরসভার মেয়র মোঃ মোশাররফ হোসেন প্রধান মানিক ।
সোনার বাংলা সমবায় কটন মিলসের কম্পিউটার অপারেটর মোঃ বেলাল আহমেদের সঞ্চালনায় এসময় সভায় বক্তব্য রাখেন মাধবদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ জসিম উদ্দিন ভূঁইয়া ভিপি জসিম , সোনার বাংলা সমবায় কটন মিলস লিঃ এর ব্যবস্থাপনা কমিটির সদস্য মোঃ সিরাজুল ইসলাম , মোঃ মোমেন খান , মোহাম্মদ মনোয়ার হোসেন , সমবায় কটন মিলস লিমিটেড এর ব্যক্তি সদস্য ও মেহের পাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলফাজউদ্দিন , নুরুল ইসলাম , ছবির মিয়া , মাধবদী কেন্দ্রীয় সমবায় সমিতির সাবেক সভাপতি মিজানুর রহমান , মাধবদী কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর সভাপতি ওবায়দুর রহমান , সোনার বাংলা সমবায় কটন মিলস লিঃ এর ম্যানেজার আসলামউদ্দিন প্রমূখ ।
কিউএনবি/আয়শা/০৯ ডিসেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:১৪