ডেস্ক নিউজ : চট্টগ্রাম ও সিলেটের দুই এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।সংস্থাটি বলছে, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে যশোরে ৭৭ মিলিমিটার। এ ছাড়া ফরিদপুরে ৫৫, ঢাকা ও গোপালগঞ্জে ৪৬, চুয়াডাঙ্গায় ৪৫, টাঙ্গাইলে ৩৯, সিলেটে ৩৭, মাদারীপুর ও শ্রীমঙ্গলে ৩৬, চাঁদপুর ও নিকলিতে ৩৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, সারা দেশে আজ রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে ১৭.২ ডিগ্রি সেলসিয়াস। আর গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারে ৩২.০ ডিগ্রি সেলসিয়াস।
কিউএনবি/আয়শা/০৮ ডিসেম্বর ২০২৩,/দুপুর ১:০৪