লাইফ ষ্টাইল ডেস্ক : বছর শেষ হতে চলল। ২০২৩-এর বিদায় নেওয়ার পালা। এই এক বছরে ভালো-মন্দ অনেক কিছু হয়েছে। কেউ মাতিয়েছে, কেউ-বা হতাশ করেছে। রাজনীতি, খেলা, মনোরঞ্জন, সাহিত্য, অর্থনীতি সর্বত্রই কোথাও কারো রাজ চলেছে, তো কোথাও হারিয়ে গিয়েছে কেউ। ঠিক তেমনই, নিত্য বাক্যালাপে যে শব্দ আমরা ব্যবহার করি, সেখানেও ব্যবহার বেড়েছে কোনো শব্দের। কোনো শব্দ আবার ভুলেই গিয়েছেন কেউ কেউ। এই যাওয়া-আসার মধ্যেই মাথা তুলেছে নতুন কোনো শব্দ। শব্দের দুনিয়ায় আলোচনাও হয়েছে তার।
তেমনই একটি শব্দকে ২০২৩ সালের সেরা শব্দের তকমা দিয়েছে অক্সফোর্ড।
শব্দটি হল ‘রিজ’। ইংরেজি হরফে ‘Rizz’। ২০২৩ সালের সেরা শব্দ হিসাবে এই শব্দটিকেই বেছে নিয়েছে অক্সফোর্ড। গত এক বছরে এই শব্দটির বহুল প্রচলন হয়েছে সোশালৈ। তবে শব্দটির উচ্চারণের বিশেষত্ব জনপ্রিয়তা বাড়িয়েছে।
প্রতিবছরই অক্সফোর্ড একটি করে শব্দ বেছে নেয় বর্ষসেরা শব্দ হিসাবে। সেই সেরার শিরোপা পাওয়ার জন্য প্রতিযোগিতাও চলে। এবার যেমন রিজ শব্দটির প্রতিদ্বন্দ্বী ছিল আরও আটটি শব্দ। তবে তাদের পেছনে ফেলে সেরার মুকুট উঠেছে রিজ-এর মাথায়।
অক্সফোর্ডের প্রেসিডেন্ট ক্যাসপাল গ্রাথউওল জানান, রিজ শব্দটি একটি ক্রিয়া পদ। টু রিজ আপ বলতে বোঝায় কাউকে রোমান্টিকভাবে আকর্ষণ করা। ইংরেজির মূলধারার শব্দে এর একটি সমার্থক শব্দ রয়েছে। সেটি হলে চার্ম। তবে গ্রাথউওল জানিয়েছেন, রিজ শব্দটির মধ্যে একটু মজাও আছে, আছৈ দুষ্টুমি। যা চার্মে নেই।
কিউএনবি/অনিমা/০৫ ডিসেম্বর ২০২৩/বিকাল ৩:৩৫