স্পোর্টস ডেস্ক : আগামী বছরের জুনে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সে বিশ্বকাপকে কেন্দ্র করে এখন থেকেই প্রস্তুতি নেয়া শুরু করেছে দক্ষিণ আফ্রিকা। গুঞ্জন উঠেছে, টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য অভিজ্ঞ ক্রিকেটারদের ফেরাতে চাচ্ছে বোর্ড।
এদিকে বর্তমানে আবুধাবিতে টি-টেন লিগে খেলছেন ডু প্লেসি। সেখানে মঙ্গলবার (৫ ডিসেম্বর) ম্যাচপূর্ব সাক্ষাৎকারে জাতীয় দলে ফেরার ইঙ্গিত দিয়েছেন তিনি। ডু প্লেসি বলেন, ‘আমি বিশ্বাস করি আমি আন্তর্জাতিক ক্রিকেটেও ফিরতে পারব। আমরা গত কয়েক বছর ধরে এই বিষয়ে কথা বলছি। এটা শুধু আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারসাম্য করার জন্য। এটা অবশ্যই নতুন কোচের সঙ্গে কথা হয়েছে। দেখুন কী হয়।’
নিজের ওয়ার্কআউট রুটিন নিয়ে ডু প্লেসি বলেন, ‘আমি আমার শরীরের যত্ন নেয়ার জন্য অনেক পরিশ্রম করি যাতে আমরা দুর্দান্ত খেলাটি খেলতে পারি। আপনি যখন একটু বয়স্ক হয়ে যাবেন, তখন আপনাকে নিশ্চিত করতে হবে যে আপনি কাজটি করছেন। অন্যথায়, হ্যামস্ট্রিং এবং শরীরের অন্যান্য অঙ্গগুলো ভালোভাবে কাজ করে না। বিশ্বের সেরা খেলোয়াড়দের বিপক্ষে খেলতে পারবেন এমন লেভেল নিশ্চিত করার জন্য অনেক ফাস্ট রানিং এবং অনেক কিছু আছে।’
দক্ষিণ আফ্রিকার সাদা বলের কোচ রব ওয়াল্টারও মুখ খুলেছেন এই বিষয়ে। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার আসন্ন ভারত সফরের জন্য বিবেচিত হয়নি এমন একদল খেলোয়াড়ের কথা উল্লেখ করে ওয়াল্টার ডু প্লেসি এবং আরও বেশ কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড়ের সম্ভাব্য প্রত্যাবর্তনের দরজা খোলা রেখেছেন। ওয়াল্টার বলেন, ‘যেহেতু আমাদের সামনের সারির কিছু বোলার বাদ পড়েছে এবং কিছু খেলোয়াড় আছে, তাই ফাফ (ডু প্লেসি) ও রাইলি (রুশো) এবং কুইনি (ডি কক)-কে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বিবেচনা করা যেতে পারে।’
কিউএনবি/আয়শা/০৬ ডিসেম্বর ২০২৩,/বিকাল ৩:৩৩