স্পোর্টস ডেস্ক : বুধবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ ও নিউজিল্যান্ড। ম্যাচটিতে মাইক্রোফোন হাতে দেখা যায় ওপেনার তামিম ইকবালকে। এর আগে বিষয়টি তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অফিসিয়াল পেইজে জানিয়েছিলেন।
বেলা ১২টা ৪০ মিনিটে ধারাভাষ্য কক্ষে আতাহার আলী খান মাইক্রোফোন তুলে দেন তামিমের হাতে। বাংলাদেশি ওপেনার কথা বলতে শুরু করেন ৩৭.২ ওভারে। সে সময়ে বল করছিলেন এজাজ প্যাটেল এবং ব্যাটিংয়ে ছিলেন মুশফিক। ওভারের প্রথম বলে কোনো রান না এলেও দ্বিতীয় বলে ছক্কা হাঁকান তিনি। এ দিকে ৩৮.৩ ওভারে মিচেল স্যান্টনারকে বাউন্ডারি মেরে দলীয় রানের শতক পার করেন মুশফিক। ৩৯ ওভার শেষে বাংলাদেশের রান দাঁড়ায় ৪ উইকেটে ১০৩।
প্রসঙ্গত, ৫ ডিসেম্বর ফেসবুকে তামিম লিখেছিলেন, ‘আগামীকাল বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টেস্টের প্রথম দিনে ধারাভাষ্য প্যানেলে অল্প সময়ের জন্য অংশ নেব। আন্তর্জাতিক ম্যাচে এটিই আমার প্রথম! আমি থাকছি বেলা ১২ টা ৪০ মিনিট থেকে দুপুর ১টা ১০ মিনিট এবং ১টা ৪০ মিনিট থেকে ২টা ১০ মিনিট পর্যন্ত। আবারও ধারাভাষ্য বক্সের অভিজ্ঞতা নিতে উন্মুখ হয়ে আছি।’
কিউএনবি/আয়শা/০৬ ডিসেম্বর ২০২৩,/দুপুর ১:১২