শহিদ আহমেদ খান সাবের,সিলেট : প্রতিনিধি দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেন পূর্ব ঘোষিত আগামী ৯ ডিসেম্বর শনিবার আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন উপলক্ষে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বেলা ১১টায় চৌহাট্টাস্থ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গণজমায়েত, দুর্নীতি বিরোধী র্যালি, পরে কোর্ট পয়েন্টে দুর্নীতি বিরোধী গণসমাবেশকে সফল করে তুলার জন্য সংগঠনের সকল স্তরের সদস্য, দেশবাসী ও নগরবাসীর প্রতি আকুল আহবান জানিয়ে বলেন, গণমাধ্যমে প্রকাশিত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে গত আগস্ট মাসের শেষ দিকে চুরি হওয়া স্বর্ণের পরিমাণ ৫৫ কেজি নয়, ৬১ কেজি স্বর্ণ চুরি হয়েছে। তদন্তে এই স্বর্ণ চুরির সাথে রাজস্ব বিভাগের দুই কর্মকর্তা ও একজন সিপাহী রয়েছে। প্রায় অর্ধশত কোটি টাকা মূল্যের স্বর্ণ চুরির নায়কদের দ্রুত গ্রেফতার দেখতে চায় দেশবাসী। এর নেপথ্যের গডফাদারদেরকেও আইনের আওতায় আনতে হবে।
সংরক্ষিত এলাকা ব্যাতীত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে নিরাপত্তার নামে বিমান যাত্রী ও সহযাত্রীদের অহেতুক হয়রানি বন্ধকরার জোর দাবী জানিয়ে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর সহ বাংলাদেশের সকল বিমান বন্দরে কর্মরত সকল শ্রেণির কর্মকর্তা ও কর্মচারীদের বিষয় সম্পত্তি হিসাব সরকারের নিকট দাখিলের বিধান বাস্তবায়ন করার জোর দাবী জানান। ৯ ডিসেম্বর শনিবার আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের কর্মসূচি সফল করার লক্ষ্যে গত ৪ ডিসেম্বর সোমবার সন্ধ্যা ৬টায় দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামে পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জননেতা মকসুদ হোসেন উপরোক্ত কথাগুলো বলেন।
সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহিদুর রহমান জুনু, কেন্দ্রীয় সিনিয়র নেতা সরোজ ভট্টাচার্য্য, শহীদ আহমদ খান শিব্বির, হকার্স নেতা শাহজাহান আহমদ, সন্তোষ দেব, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি ইমাম হোসেন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ নুর আহমদ জুনেদ প্রমুখ।
কিউএনবি/আয়শা/০৫ ডিসেম্বর ২০২৩,/রাত ৮:৪৪