আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ডোমার উপজেলায় ২০২৩-২৪ অর্থ বছরে রবি মৌসুমে বোরো, উফশী ও হাইব্রিড ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র, প্রান্তিক ও মাঝারী কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত সোমবার (৪ ডিসেম্বর) বিকালে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে প্রধান অতিথি হিসাবে কর্মসূচীর শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম (বিপিএএ)। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবীদ ফরহাদুল হক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাজিয়া সুলতানাসহ উপ-সহকারী কৃষি কর্মকর্তগণ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে এলাকার ক্ষুদ্র, প্রান্তিক ও মাঝারী কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। অনুষ্ঠানের সভাপতি কৃষি কর্মকর্তা কৃষিবীদ রফিকুল ইসলাম জানান, এই মৌসুমে উপজেলার ৮ হাজার কৃষকদের মাঝে বোরো হাইব্রিড, বোরো উফশী জাতের বীজ এবং ১০ কেজি ডিএপি ও এমওপি সার বিতরণ করা হবে। সার ও বীজের নিয়মিত ব্যবহার এবং কৃষি অফিস থেকে কৃষকদের সার্বক্ষণিক সবধরণের সেবা প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।
কিউএনবি/আয়শা/০৪ ডিসেম্বর ২০২৩,/রাত ১১:৫৫