স্পোর্টস ডেস্ক : গত মাসে ভারতে শেষ হওয়া ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসরে চরম ব্যর্থ বাংলাদেশ ক্রিকেট দল। উপমহাদেশের উইকেটে বিশ্বকাপ হওয়ায় সেমিফাইনালে খেলার স্বপ্ন দেখিয়ে ছিলেন অধিনায়ক সাকিব আল হাসান ও প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
তবে গত শনিবার শেষ হওয়া সিলেট টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৫০ রানে জয় পেয়েছে বাংলাদেশ দল। কিউইদের বিপক্ষে দেশের মাঠে এটাই প্রথম টেস্ট জয়। অবশ্য গত বছর নিউজিল্যান্ডকে তাদের মাঠে হারিয়েছিল মুমিমুল হকের নেতৃত্বাধীন দলটি।
শনিবার নিউজিল্যান্ডের বিপক্ষে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে ১৫০ রানে জয় পাওয়ায় টাইগারদের আজ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ডিনারের নিমন্ত্রণ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
বিষয়টি নিশ্চিত করে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সিলেট টেস্ট জেতায় খেলোয়াড়দের নৈশভোজের আমন্ত্রণ জানিয়েছেন বিসিবি সভাপতি।