ডেস্ক নিউজ : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থীদের বিরুদ্ধে আচরণ বিধিমালা লঙ্ঘনের অভিযোগ বেশি উঠছে। নির্বাচনি অনুসন্ধান কমিটি রোববার পর্যন্ত যাদেরকে আচরণ বিধিমালা লঙ্ঘনের অভিযোগে শোকজ করেছেন তাদের বেশিরভাগই নৌকার প্রার্থী। এমনকি সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ-সদস্যরাও রয়েছেন এ তালিকায়। ইসি সূত্রে এ তথ্য জানা গেছে। আওয়ামী লীগ দলীয় সংসদ-সদস্য শিবলী সাদিক, এইচ এম ইব্রাহিম, ওমর ফারুক চৌধুরী, শাহীন চাকলাদারসহ কয়েকজনকে রোববার শোকজ করেছে নির্বাচনি অনুসন্ধান কমিটি। আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় তাদেরকে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
ইসি সূত্রে আরও জানা গেছে, দিনাজপুর-৬ আসনের সরকারদলীয় সংসদ-সদস্য ও নৌকার প্রার্থী মো. শিবলী সাদিককে আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় শোকজ করেছেন ওই আসনের নির্বাচনি অনুসন্ধান কমিটির প্রধান হাসিবুজ্জামান। তার বিরুদ্ধে গাড়ির বহর নিয়ে শোডাউন, আগাম প্রচারণা ও সংবর্ধনায় অংশ নেওয়ার অভিযোগ আনা হয়েছে। এসব কর্মসূচির ভিডিও ফেসবুকেও আপলোড করা হয়েছে। এ ঘটনায় তাকে ব্যাখ্যা দিতে মঙ্গলবার হাজির হতে বলা হয়েছে।
রাজশাহী-১ আসনের সংসদ-সদস্য ওমর ফারুক চৌধুরীকে আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণায় অংশ নেওয়ায় শোকজ করেছে ওই আসনের নির্বাচনি অনুসন্ধান কমিটি। তাকেও আগামীকাল মঙ্গলবার কমিটির কাছে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। একইভাবে নোয়াখালী-১ আসনের সংসদ-সদস্য ও আওয়ামী লীগের প্রার্থী এইচ এম ইব্রাহিমকেও আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় শোকজ করেছে ইসি। তাকে আগামী ৯ ডিসেম্বর ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
যশোর-৬ আসনের সংসদ-সদস্য শাহীন চাকলাদার গাড়ির বহর নিয়ে কেশবপুরে প্রবেশ ও কয়েকটি সভায় অংশ নিয়ে প্রচারে অংশ নেওয়ায় তাকে শোকজ করেছে এ আসনের নির্বাচনি অনুসন্ধান কমিটি। আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় তাকে সশরীরে ব্যাখ্যা দিতে দিতে আগামী ৬ ডিসেম্বর কমিটির সামনে উপস্থিত থাকতে নোটিশ দেওয়া হয়েছে।
এ ছাড়া ঢাকা-৭ আসনের আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ সোলায়মান সেলিমকে শোকজ করেছেন এ আসনের নির্বাচনি অনুসন্ধান কমিটির প্রধান আরিফুল ইসলাম। তার বিরুদ্ধে ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের দেওয়াল, সরকারি বিভিন্ন স্থাপনাসহ বিভিন্ন স্থানে পোস্টার ও ব্যানার টানানোর ঘটনায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।
নোটিশে বলা হয়েছে, এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকতে মৌখিক বার্তা পৌঁছানোর পরও তিনি এ ধরনের কার্যক্রম চালিয়ে আসছেন। এ ঘটনায় তাকে আগামীকাল মঙ্গলবার ব্যাখ্যা দিতে বলেছে কমিটি। মোহাম্মদ সোলায়মান সেলিমকে এ আসনের সরকারদলীয় সংসদ-সদস্য হাজী মোহাম্মদ সেলিমের ছেলে। বিএনএম সভাপতি ফরিদপুর-১ আসনের সংসদ-সদস্য প্রার্থী শাহ মোহাম্মদ আবু জাফরকেও আগাম প্রচারণার অভিযোগে নোটিশ দিয়েছে ওই আসনের নির্বাচনি অনুসন্ধান কমিটি।
কিউএনবি/আয়শা/০৩ ডিসেম্বর ২০২৩,/রাত ৮:০০