ডেস্কনিউজঃ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও মুর্শিদা খাতুনের দারুণ ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ার পাশাপাশি তাদের মাটিতে তাদেরকেই হারিয়ে দিলো বাংলাদেশ।
এবারের জয়ের নায়ক লেগ স্পিনিং অলরাউন্ডার স্বর্ণা আক্তার। ক্যারিয়ার সেরা বোলিংয়ে প্রথমবারের মতো তিনি ৫ উইকেট নেন ২৮ রান দিয়ে।
ব্যাট হাতে বড় অবদান রাখেন মুর্শিদা খাতুন। ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত খেলে ৫৯ বলে ৬ চার ও এক ছক্কায় অপরাজিত ৬২ রান করেন তিনি। ২১ বলে ৬ চারে অপরাজিত ৩৪ রানের ঝড়ো ইনিংস খেলেন অধিনায়ক নিগার সুলতানা।
২০ ওভারে বাংলাদেশ ২ উইকেটে করে ১৪৯ রান। জবাবে শক্ত অবস্থানে থেকে পথ হারিয়ে দক্ষিণ আফ্রিকা করতে পারে ৮ উইকেটে ১৩৬।
এর আগে ২০১২ সালে মিরপুরে প্রথমবারের মতো প্রোটিয়াদের হারিয়েছিল বাংলাদেশের মেয়েরা। ৭ উইকেটের সেই জয়ের পর আর দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারেনি বাংলাদেশ। সবমিলিয়ে দু’দলের মুখোমুখি দেখায় ১১ টি-টোয়েন্টির ১০টিতেই জয় পেয়েছিল প্রোটিয়ারা। তাই আজকের জয়টি সব দিক থেকে দারুণ কিছু জ্যোতি-স্বর্ণাদের জন্য।
কিউএনবি/বিপুল/০৩.১২.২০২৩/রাত ১০.০০