স্পোর্টস ডেস্ক : আগামী ১৯ ডিসেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত হবে আইপিএলের আসন্ন আসরের নিলাম। ইতোমধ্যে শেষ হয়েছে আইপিএল নিলামের জন্য নথিভুক্ত হওয়ার সময়সীমা। ১১৬৬ জন ক্রিকেটারের মধ্যে মোট ৭৭ জনকে দলে নিতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্য ধরা হয়েছে ২ কোটি রুপি। এখানে রাখা হয়েছে মোট ২৫ জন ক্রিকেটারকে। এই তালিকায় সবচেয়ে এগিয়ে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরাই। ২৫ জনের মধ্যে ৭ জনই বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলের সদস্য।
চলমান ভারত-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজে সেঞ্চুরি করে ইতোমধ্যে ফ্র্যাঞ্চাইজিগুলোর রাডারে এখন জশ ইংলিশ। তার সঙ্গে ২ কোটি রুপি ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে আছেন প্যাট কামিন্স, ট্রাভিস হেড, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড, স্টিভেন স্মিথ এবং শন অ্যাবট।
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেকে ঝালিয়ে নিতে এবার আইপিএলে নাম লিখিয়েছেন মিচেল স্টার্ক। যদি কোনো ফ্র্যাঞ্চাইজি তাকে কিনে তাহলে দীর্ঘ ৮ বছর পর আইপিএলের মাঠে দেখা যেতে পারে এই বাঁহাতি পেসারকে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ২০১৫ সালের আসরে শেষবার মাঠে নেমেছিলেন তিনি। ২০১৮ আইপিএলে ৯ কোটি ৪০ লাখ রুপিতে কেকেআর দলে নিলেও ইনজুরির কারণে খেলা হয়নি এই গতি তারকার।
সর্বোচ্চ দামের তালিকায় আছেন বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ উইকেট শিকারী জেরাল্ড কোয়েৎজে, সানরাইজার্স হায়দরাবাদ থেকে ছেড়ে দেয়া ইংলিশ তারকা হ্যারি ব্রুক। আর ভারতীয়দের মধ্যে হার্শাল প্যাটেল, শার্দুল ঠাকুর, উমেশ যাদবের নামও আছে। আর বাংলাদেশিদের মধ্যে এই তালিকায় একমাত্র ক্রিকেটার মুস্তাফিজুর রহমান।
১৩ কোটি ২৫ লাখ রুপিতে গত আসরে হ্যারি ব্রুককে দলে ভিড়িয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। আইপিএলের মিনি ড্রাফটের সবচেয়ে দামি বিদেশি ক্রিকেটার ছিলেন তিনিই। তবে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে না পারায় তার সঙ্গে চুক্তি বাড়ায়নি হায়দরাবাদ।
বিশ্বকাপে নজর কেড়েছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার রাচিন রবীন্দ্র। ১০৬ স্ট্রাইক রেটে ৫৭৮ রান করার পাশাপাশি উইকেট নিয়েছেন পাঁচটি। এবারই প্রথমবারের মতো আইপিএলে নাম লিখিয়েছেন ভারতীয় বংশোদ্ভুত এই অলরাউন্ডার। তার ভিত্তিমূল্য ধরা হয়েছে ৫০ লাখ রুপি। ধারণা করা হচ্ছে, আসন্ন নিলামে চড়া দামে দল পাবেন রাচিন।
এবারের নিলামে ১০ ফ্র্যাঞ্চাইজির মোট ৭৭টি খেলোয়াড় স্লট বাকি রয়েছে। এর মধ্য থেকে সর্বোচ্চ ৩০ জন বিদেশি ক্রিকেটার দল পাবেন। নিলামে মোট ২৬৩ কোটি রুপি খরচ করতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। এবারই প্রথমবারের মতো ভারতের বাইরে বসবে নিলাম। ১৯ ডিসেম্বর দুবাইতে অনুষ্ঠিত হবে আসন্ন আইপিএলের নিলাম।
কিউএনবি/আয়শা/০২ ডিসেম্বর ২০২৩,/রাত ১০:৩৮