স্পোর্টস ডেস্ক : ভারতে সদ্য শেষ হওয়া ক্রিকেট বিশ্বকাপে প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেনি পাকিস্তান। সেমিফাইনালের আগেই বিদায় নেওয়ায় নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার ভয়ে আগেই দায়িত্ব ছেড়ে দেন অধিনায়ক বাবর আজম।
নেতৃত্ব পরিবর্তনের মতো পাকিস্তান ক্রিকেট বোর্ডেও (পিসিবি) আমূল পরিবর্তন এসেছে। পিসিবি চেয়ারম্যান জাকা আশরাফ জাতীয় দলের টিম ডিরেক্টর ও প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও সাবেক তারকা অলরাউন্ডার মোহাম্মদ হাফিজকে।
পাকিস্তান ক্রিকেট দলের প্রধান নির্বাচক করা হয়েছে সাবেক তারকা পেসার ওয়াহাব রিয়াজকে। নির্বাচক প্যালেনে যুক্ত করা হয়েছে সাবেক অধিনায়ক সালমান বাট ও সাবেক তারকা উইকেটকিপার ব্যাটসম্যান কামরান আকমলকে। নির্বাচক প্যানেলে আছেন ইফতিখার আঞ্জুম।
কিউএনবি/আয়শা/ ০১ ডিসেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:০০