স্পোর্টস ডেস্ক : কিছুদিন আগেই এক ভিডিওতে লুইস জানিয়েছিলেন, ৪৫ বছর বয়স পর্যন্ত ফুটবল খেলে যেতে যান তিনি। তবে চলতি মৌসুমে ইনজুরির কারণে বেশি ম্যাচে মাঠে নামা হয়নি তার। আর এই ইনজুরি তাকে বেশ ভোগাচ্ছে বলেই চলতি মৌসুম শেষে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন লুইস।
আগামী রোববার (৩ ডিসেম্বর) ব্রাজিলিয়ান লিগের শেষ রাউন্ডে কুইয়াবার বিপক্ষে ম্যাচ দিয়েই নিজের ফুটবল ক্যারিয়ারের ইতি টানবেন ফিলিপ লুইস। তবে তার ক্লাব ফ্ল্যামেঙ্গো যদি শেষ রাউন্ডে উঠতে পারে, তবে তখন সাও পাওলোর বিপক্ষেও খেলার সম্ভাবনা রয়েছে লুইসের। ব্রাজিলিয়ান এই ডিফেন্ডার আগেই বলে রেখেছিলেন, নিজের ফুটবল ক্যারিয়ার শেষ করে তিনি কোচিং ক্যারিয়ার শুরু করবেন।
২০০৩ সালে সিনিয়র ক্যারিয়ারের শুরু ফিলিপ লুইসের। ব্রাজিলিয়ান ক্লাব ফিগুইরেন্সের হয়ে ক্যারিয়ার শুরু করলেও, পরবর্তীতে নেদারল্যান্ডস, স্পেন ও ইংল্যান্ড ঘুরে ২০১৯ সালে আবারও ব্রাজিলে ফেরেন তিনি। ক্যারিয়ারে বেশিভাগ সময়ই অ্যাতলেটিকো মাদ্রিদের হয়ে কাটিয়েছেন লুইস। মাঝে চেলসির হয়ে এক মৌসুমে খেলেছেন তিনি। জাতীয় দলের হয়ে ৪৪টি ম্যাচ খেলেছেন এই ডিফেন্ডার।
কিউএনবি/আয়শা/ ০১ ডিসেম্বর ২০২৩,/দুপুর ১২:৪০