বিনোদন ডেস্ক : ‘পুষ্পা’ তে অভিনয় করেন আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা। আগামী বছর মুক্তি পাওয়ার কথা রয়েছে এর দ্বিতীয় ইনিংস। ‘পুষ্পা টু’ সিনেমাটির পারিশ্রমিক নিয়ে এর আগে অনেক গুঞ্জন উঠেছিল। তবে কত পারিশ্রমিক পাচ্ছে এই নায়ক। সবারই যেন আগ্রহের কেন্দ্রতে রয়েছে। এবার জানা গেল সেই খবর।
চলতি বছরের শুরুতে জানা যায়, ‘পুষ্পা টু’ সিনেমার জন্য ১২৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১৬৩ কোটি ২৬ লাখ টাকার বেশি) পারিশ্রমিক নিয়েছেন তিনি। সম্প্রতি গুঞ্জন ছড়িয়েছে সিনেমাটি থেকে যে পারিশ্রমিক তিনি নিয়েছেন তা ভারতের সবচেয়ে বেশি পারিশ্রমিক নেয়া অভিনেতার রেকর্ড ভেঙে দিবে।
সিয়াসাত ডটকম থেকে জানা যায়, ‘পুষ্পা টু’ সিনেমার লভ্যাংশ নেবেন আল্লু অর্জুন। থিয়েট্রিকাল, ওটিটি, সেটেলাইট, ডাবিং এবং অডিও স্বত্ব বিক্রি করে যা আয় হবে তার ৩৩ শতাংশ নেবেন আল্লু অর্জুন। এই গুঞ্জন যদি সত্যি হয়, তবে ‘পুষ্পা টু’ সিনেমা থেকে আল্লু অর্জুন (সম্ভাব্য) ৩৩০ কোটি রুপির (বাংলাদেশি মুদ্রায় ৪৩৪ কোটি ৫২ লাখ টাকা) বেশি ঘরে তুলবেন। এর মধ্য দিয়ে ফিল্ম ইন্ডাস্ট্রিতে নতুন রেকর্ড গড়বেন এই নায়ক।
এবারও ‘পুষ্পা টু’ সিনেমায় জুটি বেঁধেছেন আল্লু অর্জুন-রাশমিকা। এই জুটি বেশ ধামাকা নিয়েই ফিরবে বলে বিশ্বাস সিনেমাপ্রেমীদের। বর্তমানে ভারতের সবচেয়ে বেশি পারিশ্রমিক নেয়া অভিনেতা রজনীকান্ত। প্রতি সিনেমার জন্য তিনি নেন ২১০ কোটি রুপি। অন্যদিকে প্রভাস, সালমান খান, শাহরুখ খান পারিশ্রমিক নিচ্ছেন ১৫০ থেকে ২০০ কোটি রুপি। সবকিছু ঠিক থাকলে আগামীবছরের ১৫ আগস্ট মুক্তি পাবে ‘পুষ্পা টু’।
কিউএনবি/আয়শা/৩০ নভেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:৩৮