ডেস্ক নিউজ : গাজীপুর-৩ আসনের মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ প্রার্থী ও বর্তমান সংরক্ষিত মহিলা সংসদ সদস্য অধ্যাপিকা রোমানা আলী টুসি এমপি। এ সময় সঙ্গে ছিলেন তার বড় ভাই জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জামিল হাসান দুর্জয়।
এ সময় নৌকার প্রার্থী রুমানা আলী টুসি এমপি বলেন, তার বাবা সাবেক মন্ত্রী রহমত আলী এ আসন থেকে নৌকাকে ৫ বার বিপুল ভোটে বিজয়ী করেছিলেন। বাবার আদর্শ কাজে লাগিয়ে নৌকাকে বিজয়ী করতে হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন- শ্রীপুর উপজেলা চেয়ারম্যান শামসুল আলম প্রধান, শ্রীপুর পৌর মেয়র আনিছুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল জলিল, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম মণ্ডল বুলবুল, সাধারণ সম্পাদক জিএস নজরুল, মাওনা ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খোকন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন মৃধা জজ প্রমুখ।
কিউএনবি/আয়শা/৩০ নভেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:৩০