স্পোর্টস ডেস্ক : সেই ঐতিহাসিক মুহূর্ত এসে গেলো উগান্ডার ক্রিকেট ইতিহাসে। পূর্ব আফ্রিকার ‘ক্রেনস’দের দেখা যাবে বৈশ্বিক টি-টোয়েন্টির সর্বোচ্চ আসর বিশ্বকাপে। বাছাইপর্বের শেষ ম্যাচে রুয়ান্ডাকে ৯ উইকেটে হারিয়ে দিয়ে নামিবিয়ার পর দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে উগান্ডা। গুরুত্বপূর্ণ ম্যাচে যে দাপুটে পারফরম্যান্স প্রয়োজন ছিল, ঠিক সেরকম বোলিং করে উগান্ডা। এমন ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং নিয়ে রুয়ান্ডকে স্রেফ ৬৫ রানে গুটিয়ে দিয়েছে দলটি। আর বাকি কাজটুকু সারেন হবে তিন ব্যাটসম্যান।
সাত দেশের অংশগ্রহণে বিশ্বকাপ বাছাইয়ের আফ্রিকা অঞ্চলের এ প্রতিযোগিতায় ৬ ম্যাচে ১০ পয়েন্ট সংগ্রহ করে উগান্ডা। আসরে শুধু নামিবিয়ার কাছে হার মানে ক্রেনসরা। অবশ্য চমক লাগিয়ে হারিয়ে দেয় জিম্বাবুয়ে ও কেনিয়ার মতো পরিচিত মুখগুলোকে। উগান্ডার আনন্দের দিনে কপাল পুড়েছে জিম্বাবুয়ের। আসন্ন টি২০ বিশ্বকাপে অংশ নিতে পারবে না দেশটি।
কিউএনবি/আয়শা/৩০ নভেম্বর ২০২৩,/বিকাল ৪:০০