স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে ১১টি ম্যাচে ৭৬৫ রান করেছেন কোহলি। তবে বিরাট কোহলি আপাতত সাদা বলের ক্রিকেট থেকে ‘ব্রেক’ নিচ্ছেন বলে জানা গিয়েছে। তবে ২৬ ডিসেম্বর থেকে সেঞ্চুরিয়ানে শুরু হতে চলা টেস্ট সিরিজে খেলবেন বিরাট। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্টে দাবি করা হয়েছে, বিরাট নিজেই সাদা বলের ক্রিকেট থেকে বিরতি চেয়েছে বিসিসিআই-এর কাছে।
আগামী ডিসেম্বরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে প্রোটিয়াদের বিপক্ষে তিন ফরম্যাটের সিরিজ খেলা শুরু করবে ভারত। ১০ ডিসেম্বর শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ও সর্বশেষ ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। কয়েক দিনের মধ্যে দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য দল ঘোষণা করবে নির্বাচক কমিটি। যেখানে থাকবে না বিরাট কোহলির নাম। কয়েক মাস টানা খেলার পর বিশ্বকাপ মিশন শেষ করে বর্তমানে লন্ডনে ছুটি কাটাচ্ছেন কোহলি।
এমনিতেই বিশ্বকাপ পর অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নেই বিরাট কোহলি। এর আগে বিগত কয়েক মাস ধরে ভারতের জার্সিতে টি-টোয়েন্টি খেলেননি বিরাট। এই আবহে জল্পনা তৈরি হয়েছে, আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে কি আদৌ ভারতের জার্সিতে দেখা যাবে সাবেক এই অধিনায়ককে? দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে বিরাটের এই সিদ্ধান্তে সেই জল্পনা আরও বেড়ে গেল। এদিকে রোহিত শর্মা প্রোটিয়াদের বিপক্ষে সিরিজে খেলবেন কিনা, সেটা এখনো জানা যায়নি। বর্তমানে তিনি পরিবারের সঙ্গে যুক্তরাজ্যে ছুটি কাটাচ্ছেন।
কিউএনবি/আয়শা/২৯ নভেম্বর ২০২৩,/বিকাল ৪:০৫