স্পোর্টস ডেস্ক : ২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম আগামী ১৯ ডিসেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত হবে। প্রতিটি ফ্র্যাঞ্চাইজির বাজেট ১০০ কোটি রুপি। গত বছর ছিল ৯৫ কোটি রুপি। এবারই প্রথম ভারতের এই টি ২০ টুর্নামেন্টের নিলাম বিদেশে হচ্ছে। এদিকে নিলামের আগে বাংলাদেশের কোনো ক্রিকেটারকে ধরে রাখেনি আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো।
কলকাতা নাইটরাইডার্স ছেড়ে দিয়েছে সাকিব আল হাসান এবং লিটন দাসকে। দিল্লি ক্যাপিটালসও মোস্তাফিজুর রহমানকে এবার ধরে রাখেনি। তবে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো অনীহা দেখালেও পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার সম্ভাবনা দেখা দিয়েছে সাকিবদের। আগামী ১৪ ডিসেম্বর পিএসএলের নিলাম হতে পারে।
সাকিবসহ বাংলাদেশের কয়েকজন ক্রিকেটার পিএসএলের নিলামের ড্রাফটে নাম লিখিয়েছেন। ড্রাফটের ছয়টি বিভাগে মোট ৪৯৩ জন বিদেশি ক্রিকেটারের নাম রয়েছে। তাদের মধ্যে বাংলাদেশের ক্রিকেটারের সংখ্যা ২৮।
পিএসএলে সবচেয়ে দামি প্লাটিনাম বিভাগে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে রয়েছেন একমাত্র সাকিব। পিএসএলের কোনো ফ্র্যাঞ্চাইজি বাংলাদেশের অধিনায়ককে দলে নিতে চাইলে তাদের খরচ করতে হবে কমপক্ষে এক লাখ ৩০ হাজার ডলার। ডায়মন্ড বিভাগে রয়েছেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ এবং তাসকিন আহমেদ। তাদের নিতে হলে দলগুলোকে খরচ করতে হবে কমপক্ষে ৬০ হাজার ডলার। এ ছাড়া চারটি বিভাগে রয়েছেন বাংলাদেশের আরও ২২ জন ক্রিকেটার।
পিএসএলে অবশ্য সাকিব নতুন নন। আগেও তিনবার এই টুর্নামেন্টে খেলেছেন বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার। ২০২৪ সালের ১৩ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চের মধ্যে হতে পারে আগামী পিএসএল।
৬ জানুয়ারি শুরু হওয়ার কথা বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। তবে আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করায় পিছিয়ে যেতে পারে বিপিএল। সেক্ষেত্রে পিএসএলে সাকিবদের খেলতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়।
কিউএনবি/অনিমা/২৯ নভেম্বর ২০২৩,/দুপুর ১:১৫