আন্তর্জাতিক ডেস্ক : স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন মতে, এখন থেকে প্রায় এক মাস আগে গত ২৩ অক্টোবর আটলান্টার সাবওয়েতে এক রেস্তোরায় একটি স্যান্ডউইচের অর্ডার দেন ভেরা কোনার নামে ওই মার্কিন নারী। স্যান্ডউইচটির দাম ৭ দশমিক ৫৪ ডলার (বাংলাদেশি মুদ্রায় ৮০০ টাকার সমান)। কিন্তু ভুল করে তিনি ফেলেন ৭ হাজার ১০৫ দশমিক ৪৪ ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ লাখ টাকার সমান।